কোন মেয়েকে নিজের করে পেতে চান? পড়ে নিন

দেখুন ভাই, ভালোবাসার তো কোন ওষুধ নেই যে কাউকে খাইয়ে দিলেন আর সে আপনাকে ভালবাসতে শুরু করবে। সবচাইতে বড় কথা, কেউ কাউকে ভালবাসলে তাঁকে জোর করে ভালবাসতে বাধ্য করার কোন উপায় নেই। সেটার কোন মানেও হয় না। কারণ ভালোবাসা জিনিসটা আসে মন থেকে।
আরেকটা কথা, আপনি যে ব্যাপারটায় ভুগছেন, সেটা ভালোবাসা নয়, সেটা মোহ। এক তরফা মোহ। ভালোবাসা তখনই হবে যখন মেয়েটিই আপনাকে ভালবাসবে। একটা জিনিস কি জানেন, আপনি ও আপনার পরিবার যত জোর করবে, মেয়েটি কিন্তু তত বেশি করে অপছন্দ করবে আপনাকে। যত জোর করবেন, তাঁর মন মন জয় করার আশা তত শুন্য।
আপনি অবিলিম্বে বিয়ের জন্য চাপাচাপি বন্ধ করান। মেয়েটিকে কাপুরুষের মত মেসেজে নয়, বাস্তবে মুখোমুখি বলুন যে আপনি তাঁকে ভালোবাসেন। বিয়ের জন্য কোন চাপ নেই, আপনি তাঁর জন্য অপেক্ষা করবেন আজীবন। মেয়েটি যদি কখনো মত বদলায় যে আপনাকে একটা সুযোগ দিয়ে দেখে। কারণ আপনি তাঁর জন্য সব করতে পারবেন। ভালোবাসা প্রকাশের একমাত্র উপায় মানুষটিকে মুক্ত করে দেয়া। আপনার ভালোবাসা সত্যি হয়ে থাকলে এবং আল্লাহ চাইলে মেয়েটি হয়তো আপনাকে ভালবাসবে কোনদিন। কিন্তু জোর করলে জীবনেও তাঁকে পাবেন না।
পরামর্শ দিয়েছেন-
রুমানা বৈশাখী

Total Pageviews