দাউদের চিকিৎসায় নীচের কাজগুলো করা একান্ত কর্তব্যঃ
১। দাদ আক্রান্ত জায়গা ধৌত করুন। এর পর
জায়গাটা যেনো শুকিয়ে যায় সেদিকে লক্ষ
করবেন। বিশেষ করে ত্বকের যে অংশে ভাঁজ
পড়ে আর আংগুলের ফাঁকে ফাঁকে।
২। দুই রানের কুঁচকিতে দাদ হলে প্রতিদিন
আন্ডারওয়্যার পাল্টিয়ে পরতে হবে এবং
ভালোমত ধুয়ে নিয়ে পরতে হবে। পায়ের পাতায়
দাদ হলে অনুরুপ ভাবে মৌজা পরিবর্তন করতে
হবে। একি আন্ডারওয়্যার কিংবা মৌজা অধৌত
অবস্থায় পরবেন না।
৩। মাথার ত্বকে দাদ হলে আপনার চিরুনি,
চুলেরব্রাশ, টুপি অন্যের সাথে শেয়ার করবেন না।
৪। আপনার কাপড় চোপড়, তোয়ালে, বিছানার
চাদর নিয়মিত ধৌত করবেন।
৫। লুজ ফিটিং জামাকাপড় পরবেন। কটনের তৈরি
জামা কাপড় পরুন।
Home »
খাদ্য ও স্বাস্থ্য
» দাঁউদের সমস্যার সমাধানে কি করতে পারি?