à ¦ªà §à ¦°à §‡à ¦®à ¦¿à ¦•à §‡à ¦° à ¦œà §€à ¦¬à ¦¨

প্রেমিকদের মোবাইল ফোন সব সময় অন
থাকতে হয়।
শুধু অন থাকলেই হয় না, থাকতে
হয় চার্জকৃত এবং ওয়েটিং মুক্ত।
নেটওয়ার্ক নেই, নাম্বার ব্যস্ত এসব কথা
বলা প্রেমিকদের জন্য হারাম।
তারা যে অবস্থাতেই থাকুক না কেন
ফোন ধরতে হবে।
শুধু ফোন ধরলেই হবে না, চার পাঁচটি কঠিন কঠিন
প্রশ্নের সোজাসুজি উত্তর দিতে হবে।
এই কঠিন কঠিন প্রশ্ন থেকে কোন একটি
প্রশ্ন এমন থাকবে যার উত্তর দিতে গিয়ে
প্রেমিকরা প্যাচ লাগাবেই।
এরপর সারারাত ধরে ফোন করে, ফোন ধরে
সেই প্যাচ খুলতে হয়।
কোন কোন সময় এই প্যাচ খোলে, কোন
কোন সময় খোলেনা।
কোন কোন সময় এই প্যাচ খুলতে খুলতে যে
প্রশ্নের কারণে প্যাচ লেগেছিলো
প্রেমিকরা সেই প্রশ্নটিই ভুলে যায়।
প্রেমিকরা প্রশ্নেই মরে, প্রশ্নেই বাঁচে।
প্রেমিকদের কাছে প্রেম অনেকটা বর্তমান
চাকরির পরীক্ষার মত।
কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট দিবে তারা
এসবের
কিছুই জানে না।
শুধু জানে,
পরীক্ষা
যেদিনই হোক, যেমনই হোক, রেজাল্ট
একদিন বেরোবেই।।

Last 7 Days Visitors