প্রেমের ডায়লগ

প্রেম করা যদি
পড়ালেখা করার মত
বাধ্যতামূলক হতো,
তাহলে কি হতো..?
-
১) মায়ের ডায়লগঃ
আজকে সারাদিন
একটা মেয়েও পটাস নি,
আজ আসুক তোর বাবা।
-
২) বাবার ডায়লগঃ
হারামজাদা, তোকে
খাইয়ে পরিয়ে কি
লাভ..?
দশটা মেয়ের মধ্যে
সাতটার কাছ থেকে
জুতো খেয়ে বাড়ি
ফিরিস।
৩) স্কুলের টিচারের
ডায়লগঃ কাল সবাই
৩টা নতুন মেয়ের ফোন
নম্বর নিয়ে আসবে।
-
৪) প্রাইভেট টিচারের
ডায়লগঃ
কাল সারারাত চুমকির
সাথে ফোনে প্রেম
করতে
বলেছিলাম... করেছো..?
৫) হেডমাস্টার-
তোমরা সবাই মন দিয়ে
লাইন মারবে,
কোন অসুবিধা হলে
আমায় জানাবে।
-
৬) সবশেষে ছোটো
বাচ্চরা : মা আজ প্রেম
করতে যাব না। মা :
হারামজাদা, আজকে
তোর একদিন কি
আমার একদিন,
প্রত্যেক দিন বলবে
প্রেম করতে যাব না,
প্রেম না করলে খাবি
কী...?

Last 7 Days Visitors