প্রশ্ন : ‘মায়ের পায়ের নিচে সন্তানের
বেহেশত’—কথাটি কতটুকু সত্য?
উত্তর : হ্যাঁ, এই বক্তব্যটুকু শুদ্ধ। রাসূল
(সা.) মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের
কথা উল্লেখ করেছেন।
সুনির্দিষ্টভাবে রাসূল (সা.) তাঁর সাহাবিকে
বলেছেন, ‘তোমার মায়ের খেদমত করো। কারণ,
মায়ের পায়ের নিচেই জান্নাত রয়েছে।’
সুতরাং এটি সহিহ হাদিস এবং এ বক্তব্যটুকু
রাসূল (সা.) দিয়েছেন। তাই এই কাজটি
আমাদের করা উচিত।
Home »
Islamic Story amp; Hadis
» মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত?