আজ বলবো আমার জীবনের সত্য ঘটনা,,,, বন্ধুরা সবাই সময় দিয়ে একটু পরবেন প্লিজ,,,
আমি তখন দশম শ্রেনিতে পড়ি,,,
ছোটোবেলা থেকেই খুব কড়া সাসনের মাঝে আমি বর হয়েছি,,,
কোনো দিন মারা মারি বা রাজনৈতিক ঝামেলায় জাইনি,,,, প্রেম তো অনেক দূরে,,,,তবে আমার প্রায় সকল বন্ধুদেরি একটি কারো কারো দুটি কটেও র্গাল ফ্রেন্ড ছিলো,,, আমার বন্ধুরা আমাকে বলতো তুই কেন প্রেম করিস না,,, আমি কিছু না বলে সুধু হাসতাম,,,,
একদিন হঠাত করে অস্টম শ্রেনির একটা মেয়ে কে দেখে আর চোখ ফেরাতে পারলাম মা,, মেয়ে টির নাম ছিল আফসানা আক্তার,, ডাকনাম সেতু,,,, সবাই সেতু বলেই ডাকতো,,,
আমি তো সুধু যখনি সময় পেতাম সুধু সেতুকেই দেখতে থাকতাম,,, যখন ওকে দেখতাম তখন সকল সাশন ভুলে যেতাম,,, কারন বড্ড ভালোবেসে ছিলাম ওকে,,,,, এমনি করে প্রায় ছয় মাস কেটে গেলো আমার বন্ধুরাও সব বুঝে গেলো ,,,, একদিন সাহশ করে ওর সামনে গিয়ে সরা সরি ওকে বললাম। আমি তোমায় ভালোবাসি,,, ও কিসু না বলে মুচকি হেসে চলে গেল,,আমি তো মহা খুসি সেই একটা পার্টি এরেন্জ করলাম,,, জাতে প্রেম টা টিকে,,, এমনি করেই চলছে আমার প্রেম,,,,যখনি পারতাম ওকে দেখার জন্য ছুটে যেতাম,, সেতুও আমায় দেখার জন্য পাগল হয়ে থাকতো,,, মাঝে ওর বূন্ধবি দের দিয়ে খবর পাঠাতো,, আমি দেখা করতে যেতাম,, একদিন কিসু ছেলেরা ধরে আমায় দিল আচ্ছা মতো মার তিন দিন হাসপাতালে,,, যেদিন এসে ডেতুর সামনে দারালাম ও কেদে আমার বুকে লটিয়ে পরলো আমিও ওকে আমার বাহুডোরে ধরে রাখলাম,,, ছারতে চাইলাম না,,,,ও আমার মারতে বললো এতো দিন কোথায় ছিলি,,,, আমি কিসুই বললাম না,,,সুধু ওকে বুকে জরিয়ে রাখলাম,,,এমনি করে আমার পরিক্ষা চলে আসলো হঠাত একদিন ওর খবর এলো দেখা করতে হবে,, আমিও ঠিক সময় ঠিক কায়গায় চলে গেলাম,,ও আমার চেয়ে একটু পরে আসল এসে আমার হাতে একটা কার্ড ধরিয়ে বললো কিসুদিন পর আমার বিয়ে আমি যেনও ওকে ভুলে যাই বলেই চলে গেলও,,,আমি ওকে আার কিসুই বলতে পারলাম না মনে হলো আমি বোবা হয়ে গেসি,,, সেই থেকে চলে গেলওআমার ভালোবাসা,,আর কোনো প্রেম কড়া হয়নি,,, আমি একা একাই চলতে সুরু করলাম,,, হঠাত আজ ৩ বছর পর ও আমায় ফোন করলো আর বললো দেখা করতে চাই আমি গেলাম গিয়ে দেখি ওর কোলে একটা বাচ্চা এখন ওর একটা মেয়ে হয়েছে একদম ওর মতো,,,,
আমি ওকে কখনো ভুলতে পারবো না,,,,
আর কিসু বলার নেই,,,
গল্প ভাববেন না এটা আমার জীবনের সত্য ঘটনা,,,,
ভু্ল থাকলে ক্ষমা করবেন,,
কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার প্রেল কাহিনি,,,