আর যখনই ভাবি এই সব শেষ করলাম, তখনই প্রিয় মানুষেরা দেবদূতের মত সামনে হাজির!

তবুও ভাবতেই থাকি, নিজেকে নিজের মত করে, নিজের সীমানায় গুটিয়ে নিতে পারলেই বেঁচে যাবো!
এত যত্ন করে দেয়া মানসিক যন্ত্রণা আর সইতে পারিনা!
আর যখনই ভাবি এই সব শেষ করলাম,
তখনই প্রিয় মানুষেরা দেবদূতের মত সামনে হাজির!
যাদেরকে আমি হয়তো কখনোই ভালবাসি না, বরং কথা-কাজে শতো কষ্টের কারণ হয়ে থাকি!
এই মানুষগুলো যেই আদর্শের জন্য আমাকে সময় দিচ্ছে, সেই আদর্শের জন্য আমি একটুও ভাবছি না!
বরং সেখানেও আমি ব্যর্থ! ওরা যখন আমাকে আদর্শের সর্বোচ্চ ধারক-বাহক করতে চায়, আমি তখন হাজার মাইল পিছিয়ে যাচ্ছি!
অথচ, এত-শত কষ্ট দেয়ার পরও যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আমাকে একটা সুন্দর, সত্য রঙ্গিন স্বপ্নের, সম্ভাবনাময় সকাল উপহার দিতে চায়!
বিশ্বাস করো, আমিও সেই মহান আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চাই!
কিন্তু, চারপাশ থেকে ঘিরে আছে শত-হাজার মানসিক প্রতিবন্ধকতা! এখনো পর্যন্ত দেখছি, যার শেষ নাই!
তাদের এত ভালোবাসা ফেলে,
কি করে আমি যাই দূরে?
তাই তো নিরব, নিথর-অসাড়, হয়ে তাদের বোঝা!
পড়ে আছি তাদেরই মাঝেই, হয়তো জীবন খোঁজা!

Total Pageviews