শিক্ষক হিসেবে ছাত্রীর সাথে প্রেম কতটুকু যুক্তিসঙ্গত?

0
দেখুন ভাইয়া মানুষের জীবনে শিক্ষকের একটা আলাদা স্থান আছে। বাবা মার পরই শিক্ষকের স্থান। আবার এটাও ঠিক ভালোবাসা জিনিসটাও বলে কয়ে আসে না। কিন্তু তার আগে যেটা ভাবতে হবে যে আপনি যাকে ভালোবাসেন সে ম্যাচুউর কি না? মেয়েটি মাত্র দশম শ্রেণীতে পড়ে। কতটুকুই বা ভালোবাসা জিনিসটা বুঝবে সে? শুধু পছন্দ করা বা একসাথে ঘুরে বেড়ানো ফোনে আড্ডা দেয়াই তো আর ভালোবাসা না। ভালো লাগা, বিশ্বাস, আস্থা, একসাথে পথ চলার ওয়াদা, অনুপ্রেরণা, সাহায্য, সহায়তা, সাপোর্ট সবকিছু মিলিয়ে ভালোবাসা। একটা দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের কাছে ভালোবাসা মানে হিন্দি সিনেমার ফ্যান্টাসি। আপনি কি সেই ফ্যান্টাসি চান নাকি সত্যি ভালোবাসা চান? আপনার সিদ্ধান্ত। তবে যদি আমার মতামত চান তবে বলবো, মেয়েটা অনেক ছোট। আপনি তার শিক্ষকই থাকুন। অন্য কিছু না। নইলে কষ্ট পাবেন। ধন্যবাদ

Last 7 Days Visitors