১। প্রথম দোযখের নাম, "হাবিয়া" ।
ফেরাউন, নমরুদ প্রভৃতি কাফেরগন
এই দোযখে বাস করবে ।
:;
২। দ্বিতীয় দোযখের নাম "ছায়ির" ।
মুশরিকগন এই দোযখে বাস করবে ।
:;
৩। তৃতীয় দোযখের নাম "ছাকার" ।
মূর্তিপূজকগন এই দোযখে বাস করবে ।
:;
৪। চতুর্থ দোযখের নাম "জাহীম" ।শয়তান ও অগ্নিপূজকগন এই দোযখে বাস করবে ।
:;
৫। পঞ্চাম দোযখের নাম "হুতামা"
ইহুদীগন এই দোযখে বাস করবে ।
:;
৬। ষষ্ঠ দোযখের নাম "লাজা"
খ্রিষ্টানগন এই দোযখে বাস করবে ।
:;
৭। সপ্তম দোযখের নাম "ওয়াইল"
আমাদের আখেরী নবী হুযুর পাক
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার উম্মতের যারা পাপের
কাজ করে বিনা তওবায় মারা যাবে
তারা এই দোযখে বাস করবে।
:;
হে আল্লাহ পাক! সব ধরনের দোজখের
আজাব থেকে রক্ষা করুন.