ভুল তো মানুষের জীবনেরই একটি অংশ ।
.
লেখা- Gazi Parvez
.
মানুষ ভুল করতেই পারে স্বাভাবিক । কিন্তু একটি ভুলের দায় কি সারাজীবন দিতে হয়,,?
.
জীবনে চলার পথে ভুল আমরা সবাই করি। হয়তো কেউ বড়, কেউ ছোট ভুল করে থাকি । ভুলকে শুধরেই তো সুন্দর জীবন গঠন করতে হয় ।
.
ভুল অনেক সময় নিজের অজান্তেই হয়ে যায় । কেউ ইচ্ছে করে ভুল পথে পা দেয় না, বা ভুল করে না । তাই বলে একটি ভুলের জন্য কি আজীবন দোষী হতে হবে,,?
.
অনেক সময় সামান্য ভুলের জন্য আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে পেলি । যেই সিদ্ধান্তে জীবন পর্যন্ত চলে যেতে পারে।
.
ভুল হয়তো কম, নয়তো বেশি হয় । কিন্তু ইচ্ছে করেই কেউ ভুল করে না । পৃথিবীতে খুব কম মানুষ আছে, যারা ইচ্ছে করেই ভুল করে ।
.
একটি ভুলের কারনে অনেক সময় আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায় । কিন্তু ভুলটা শুধরে বা ক্ষমা করে, ভুলটা সমাধান করা যায় । কিন্তু সব ভুল সমাধান হয় না সবসময় ।
.
একটি ভুলের জন্য কারো জীবন নেয়া বা আত্মহত্যা করার মতো কাজ কখনো করাটাই বোকামি ছাড়া আর কিছুই না ।
.
যার ভুল হলো, বা যে ভুল করলো । তার সাথে কথা বলেই শুধরে দেয়া এবং সমাধান করা যায় । ভুলকে কখনোই প্রশ্রয় দেয়া উচিৎ না ।
.
প্রিয় মানুষরা যখন ভুল করে, তখন কিন্তু আমরা খুব ধৈর্য্য সহকারে তার ভুলটা ধরিয়ে দিয়ে এবং শুধরাতে বলি । খুব কম মানুষ আছে যারা এটা করতে পারেনা। যারা পারেনা তাদের সম্পর্কটাই টিকে না বেশিদিন ।
.
অনেক সময় ভালোবাসার মানুষটির সাথে ভুল বুঝাবুঝি হয় বা হতে পারে স্বাভাবিক । প্রকৃত ভালোবাসা হলে, অবশ্যই ভুল ভেঙ্গে দিয়ে, ভালোবাসা টিকিয়ে রাখবে । ভুল করলেই প্রিয় মানুষকে ছেড়ে চলে যেতে হবে এমন তো কোনো কথা নেই ।
.
ভুলকে কখনোই প্রশ্রয় দিতে নেই । যে ভুল করবে, তাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে তার ভুল কোথায় ছিলো । সবসময় মনে রাখা ভালো যে, ভুল আমাদের জীবনেরই একটা অংশ । তা যতো তাড়াতাড়ি শুধরে নেয়া যায়, ততো ভালো ।
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» ভুল তো মানুষের জীবনেরই একটি অংশ