০১. সিদ্ধান্ত নিয়েছেন কি ? কি হচ্ছেন আপনি ভবিষ্যতে ? ডাক্তার / ইঞ্জিনিয়ার নাকি প্রশাসনের বড় ক্যাডার ?
আপনার সিদ্ধান্ত যদি হয় ডাক্তারী তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনার মুখস্ত করার অভ্যাস এবং মনেরাখার ক্ষমতা কত টুকু ? এছাড়া
Biology – তে আপনার পারদর্শীতা কেমন ?
সিদ্ধান্ত যদি হয় ইঞ্জিনিয়ারিং তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনার ম্যাথ / ফিজিক্স এ কি অবস্থা ? যদি ম্যাথ, ফিজিক্স ও কেমিষ্ট্রিতে ভাল দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হবে।
এমন একটা কোচিং কে বেছে নিন যেখানে আপনি ইঞ্জিনিয়ারিং কোচিং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল উভয়ের প্রিপারেশন শতভাগ সম্পূর্ণ করতে পারেন। মনে রাখবেন কোন কারণে ইঞ্জিনিয়ারিং এ নাহলে যেন বিশ্ববিদ্যালয় / মেডিকেলে নিজের জায়গা করে নিতে পারেন।
[ইঞ্জিনিয়ারিং কোচিং করে বুয়েট/ কুয়েট/ চুয়েট/ রুয়েট এ চান্স পাওয়াবহু ছেলে/ মেয়ে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু চান্সই পাচ্ছেনা মেধা তালিকার শীর্ষস্থানেও থাকছে।]
০২. কোন প্রতিষ্ঠানকে আপনি আপনার গাইড লাইন হিসেবে বেছে নিচ্ছেন ? নেওয়ার পেছনে যুক্তি কি কি ? নাকি শুধু বন্ধুরা ভর্তি হয়েছে তাই আপনিও ভর্তি হচ্ছেন ? অবশ্যই এর পেছনে এই যুক্তি দাড় করাবেননা অমুক কলেজের অমুক ভাই এই কোচিং এ পড়ে বুয়েট/ মেডিকেল/ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সেক্ষেত্রে অবশ্যই নিজেকে প্রশ্ন করুন অমুক ভাই এর সাথে আপনার তফাৎটা কোথায় ? মনে রাখতে হবে কিছু কিছু ভাই আছে যাদের কোন কোচিং দরকার নাই তারা কোন জায়গায় না কোচিং করলেও চান্স পেত।
০৩. যে কোচিংকে আপনি আপনার গাইড লাইন হিসেবে বেছে নিবেন সেখানে আসলে কতজন ছাত্র/ছাত্রী আছে প্রতি ব্যাচে এটা আপনাকে জানতে হবে। আসলে ঐ কোচিং এর সেরা শিক্ষকের সান্নিধ্য কি আপনার ভাগ্যে জুটবে ? আপনি কেমন ছাত্র এই বিষয়টা বিবেচনা করে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার নিজের সম্পর্কে আপনার চেয়ে কেউ বেশি ভালোজানে না। কত দূর যেতে পারবেন আপনি, এটা আপনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবেনা। নিজেকে বারবার প্রশ্ন করুন। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, অমুক ভাই আমাকে ------ কোচিং এ যেতে বলেছে তাই আমি ঐ খানে ভর্তি হবো। এটা আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মনে হয়।
আপনি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন। সব কিছু বোঝার ক্ষমতা আপনার আছে। সুতরাং নিজের কাছে প্রশ্ন করে নিজের উত্তর নিজেই খুঁজে নিন।
ধন্যবাদ ও শুভকামনা
Home »
HSC Exam Suggesstions
» Hello H.S.C 2017 আপনাদেরকে বলছি, নিচের পয়েন্ট গুলো একবার পড়ুন। আপনার
সিদ্ধান্ত নিতে খুবই সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।