না বলা ভালবাসার গল্প,
>>A Real Story<<
Write on > আলি হোসেন (আমিতো কেউনা)
_____________----------------------______________
মাসুমের মন আজ খুব খারাপ,
বন্যার কথা মনে পরছে খুব।
কিছুই ভাল লাগছে না।
বন্যারে শেষ বারের মত দেখেছিল ঢাকায় তাদের বাসায়।
মাসুমও জানেনা এখন কোথায় আছে বন্যা।
বন্যাও জানেনা মাসুম কেমন আছে।
প্রায় ৩ বসর আগের কথা,,,,>
>>
পারিবারিক কাজে ঢাকায় এক চাচির বাসায় গিয়ে বন্যার সাথে আলাপ হয় মাসুমের।
পরিচয়ের সেদিনই মাসুমের সাথে বন্ধুত্য হয়।
বন্যা আর মাসুম ছিল দুঃসম্পর্কিত কাজিন।
ঢাকায় থাকাকালীন ১০ দিনের সময়ে ৩ দিনই থেকেছিল বন্যার বাসায়,,
কথাবার্তা চলছিল ভালই।
তখনও মাসুম জানত না,এই বন্যা যে মাসুমকে পছন্দ করে যে বন্যাকে মাসুম নিজেও মনে মনে পছন্দ করে।
যখন মাসুম এটা বুঝতে পারে ততক্ষনে দেরি হয়ে যায়,,,অর্থাৎ দেশে নিজ বাড়ি ফিরে যাবার সময় হয়ে যাচ্ছিল।
সময়স্বল্পতার জন্যে বলি বলি বলেও বলা হয়নি মনের কথা।
দেশে থেকেও কিছুদিন ফোনে কথা হতো,,তবু বলা হয়নি,কারন বন্যা ব্যাক্তিগত ফোন ছিল না।
আম্মুর ফোন থেকে বন্যা কথা বলত বন্যা আর মাসুম,,,
দিন ঘনিয়ে যেতে থাকে,,
......
হটাৎ একদিন,
কল দিতে গিয়ে বন্যাকে ফোনে পাচ্ছিল না মাসুম,
এমনটা আগে হয়নি তাই মাসুম চিন্তায় পরে গেল যে কি হতে পারে? হুট করে ফোন অফ?
>>>
কয়েকদিন পর,,
>
ঢাকা যাচ্ছে মাসুম,
উদ্দেশ্য,বন্যাদের বাড়ি,,
অজানা এক আতংকে কেনো জানি হানা দিচ্ছিল মাসুমের মনে।
ঢাকায় গিয়ে সেই চাচির বাসায় গিয়ে বন্যার খোজ নিতে,,
মাসুম তখনও জানত না যে কিছু সময় আগের আতংক বাস্তবিক ভাবেই জর্জরিত করে নিবে তাকে,,
>আসসালামু আলাইকুম,, কেমন আছেন? (মাসুম)
>ওয়ালাইকুমসালাম,,কি ব্যাপার বাবা তুমি,না জানিয়ে হুট করে এসে পড়লে? কিছু হয়েচে,? (চাচি)
>না কিছু হয়নি,,এমনি এসেছি খোঁজখবর নিতে,,তো ভালই আছেন?
>হুম আছিতো ভালই,,কিন্তু বন্যাদের ব্যাপারে মনটা একটু খারাপ,
>(কি ব্যাপার,জিজ্ঞাসা না করতেই বলে উঠছে,,দেখি জিজ্ঞাসা করে এই চান্সে) তো চাচি কি হয়েছে বন্যাদের? কোথায় ওরা?
>এইতো ক'দিন আগে ওদের ঘরে চুরি হয়েছিল,ওদের মোবাইলফোন,নগদ অর্থ সহ কিছু। তারাতো এখান থেকে চলেও গেছে।
>(ঠিক যা জানার ছিল,,এখন বুঝতেছি বন্যার দেয়া তার বাসার ফোন অফ বলছিল কেন)) আচ্ছা চাচি কোথায় গেছে?
>নারে বাবা,,তাদের গ্রামের বাড়ি কুমিল্লা,,
>কুমিল্লার কোথায়??
>কোথায় কোন এলাকায় বলতে পারব না,,
------>>
কিছুক্ষন পর বিদায় নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দিল।
কিন্তু পথ হেটে কি আর পাওয়া যাবে?
তবু ভালবাসার পছন্দের মানুষটার টানে চলেতো গেল মাসুম।
ব্যার্থ হয়ে ফিরে এল নিজ বাড়ি।
কিন্তু হন্যে হয়ে খুঁজতে থাকা বন্যাকে আর পাওয়া হলোনা,,
মনে একরকম অশান্তি আর কস্ট পুষে রেখে তবু আশায় রইল,বন্যা আসবে একদিন।
তবু সব যেনো এলোমেলো হয়ে যাচ্ছিল অন্তরে।
পিছুটান টিকতে না পেরে আবার ছুটে যায় কুমিল্লায়।
ঘুরেফিরে আবার ব্যার্থ হয়।
আর চিরচেনা সেই নাম্বারে অগনিত বার কল দেয়া স্বত্বেও বারবার ওপাশ থেকে ভেসে আসছিল,> দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা।
>>>
শব্দ গুলি বুকের ভেতর আছড়ে পরে এলোমেলো করে দিচ্ছে ভিতরটা,
আজ,৩'টা বসর পার করেছে মাসুম সেই শব্দের ধারা নিয়ে।
না বলাই থেকে গেল সেদিনকার অব্যাক্ত কথা গুলি যা আজ তিলে তিলে অশ্রু হয়ে চোখের কোনটা ভিজে ওঠে।
ফোনের টোন বেজে উঠলেই ভাবে মাসুম এই বুঝি হয়ত বন্যার ম্যাসেজ বা কল এলো,
দিন আসে দিন যায় রাত শেষে প্রভাত হয়,কিন্তু আজও পাওয়া হলোনা বন্যার দেখা কথা ম্যাসেজ বা কল,,
শুরু সব কিছুরই যেনো শেষ আছে,কিন্তু যে আগুনে এত বসর ধরে জলছে মাসুম,যে প্রতিক্ষা আজ এতদিন ধরে করছে সেটা কি শেষ হবার নয়??
যখনই সেই কথা হাসি দুস্টামি গুলা মনে পরে,অশ্রু গুলি এসে জমাট বাধে চোখের কোনে।
যে জলে ভেসে থাকে বন্যার প্রতিচ্ছবি।
বড় বেশিই মিস করতে হচ্ছে তাকে,যে বন্যা জানেনা মাসুম কেমন আছে,মাসুমও জানেনা বন্যা কোথায়/কেমন আছে,,
তাই হয়ত মাসুম শুন্যতার মাঝে হাহাকার করা সেই চীৎকার করে বলতে চায়,>বন্যা,তুমি কোথায় জানিনা,আমিতো ভাল আছি আমার একাকিত্য নিয়া,,তুমি কেমন আছো পাগলটা ছাড়া???
>>>>
((গল্পের চরিত্র+স্থান+নাম সব সত্যি,,লেখকের আশেপাশে ঘটা এক সত্যি কাহীনি))
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» না বলা ভালবাসার গল্প, >>A Real Story