প্রথম অংশ.........
.
.
ফেসবুকে লগিন করে people u may know তে একটি আইডির প্রোপিক দেখে
অনেক টাই অবাক হয়ে যায় অনিক।
চোখ দুটো অনেক মায়াবী।
খুব পরিচিত মনে হচ্ছে।
চোখ সরাতে ইচ্ছে করছে না।
কৌতুহল বশত কারণেই টাইমলাইন দেখে অনিক।
কিন্তু একি?? এই মেয়ের আইডি তো অনেক প্রাইভেসি দেওয়া।
এতে জানার আগ্রহ আরো বেড়ে গেলো।
যে মেয়ে এত প্রাইভেসি দিয়ে রেখেছে সে অন্তত কোন
অপরিচিত কারো রিকুয়েস্ট এক্সেপ্ট করবে না।
তবুও যেহেতু মেয়েটি মুসলমান তাহলে একটা ট্রিক করা যেতেই পারে।
হ্যা, অনিক sms এ সালাম দেয়।
.
অনেকক্ষণ হয়ে গেছে। কোন রিপ্লে নেই।
তবে কি মেয়েটি রিপ্লে দিবে না??
মন খুব খারাপ হয়ে যায়।
ঠিক সে সময় একটা রিপ্লে আসে।
.
>> ওয়ালাইকুম সালাম
>> ধন্যবাদ।
>> আপনাকে স্বাগতম।
>> কেমন আছেন?
>> আলহামদুলিল্লাহ ভালো,,, আপনি??
>> হ্যা, ভালো। কিছু মনে না করলে একটা কথা বলবো?
>> হ্যা,বলুন
>> জ্বী রিকুয়েস্ট কি এক্সেপ্ট করা যাবে?
>> অপেক্ষা করুন।
.
প্রায় আধঘণ্টা হয়ে গেলো। এখনো রিকুয়েস্ট এক্সেপ্ট করলো না।
ভেবেই মন খারাপ হয়ে যাচ্ছে অনিকের। ঠিক এমন সময়
একটি নোটিফিকেশন আসে.....
বুঝতে পারে রিকুয়েস্ট এক্সেপ্ট হয়েছে। খুশি তে নাচ তে ইচ্ছে করছে।
>> দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য। ( কুহুকিনী)
>> সমস্যা নেই... আচ্ছা আপনি কি করেন? (অনিক)
প্রিয়২৪.কম
>> আমি লেখাপড়া করি, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ... আপনি? (কুহুকিনী)
>> আমি দ্বিতীয় বর্ষ,, নোটরডেম কলেজ... আপনি? (অনিক)
>> আমি কুমুদিনী কলেজ,,, টাংগাইল। আচ্ছা কোন বিভাগ?(কুহুকিনী)
>> বিজ্ঞান বিভাগ। আপনি?(অনিক)
>> আমিও,, টাংগাইল কখনো এসেছেন?(কুহুকিনী)
>> হ্যা, টাংগাইল আমার হোম টাউন। (অনিক)
>> আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি?( কুহুকিনী)
>> অবশ্যই (অনিক)
.
এভাবেই কথা চলতে থাকে কুহুকিনী এবং অনিক ইসলাম এই দুটি আইডির। যা ফেসবুকের নীল সাদা জগতেই সীমাবদ্ধ ছিলো।
.
ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক অনেক বদলে গেছে।
>> কেমন আছো ইভ? (অনিক)
>> ভালো কিন্তু তুমি আমাকে ইভ ডাকো কেনো? আজকে বলতেই হবে,, না হলে কথা বলবো না।(কুহুকিনী)
>> তোমার ওয়ালে তুমি একটি রোবট মেয়ের ছবি পোস্ট করেছো তার নাম ইভ,, সেই ছবির জন্য আর কি। (অনিক)
>> তুমি কি জানো আমার আসল নাম কি?(কুহুকিনী)
>> না,তুমি কখনো বলনি আমি জোড় ও করিনি(অনিক)
>> আমার আসল নাম ইভা ( কুহুকিনী)
>> কিন্তু আমি যে ইভ বলেই ডাকবো... (অনিক)
>> হ্যা,আমিও তাই চাই (ইভ)
.
.
.
কিছুদিন পর...
.
>> ইভ তোমাকে কিছু কথা বলার ছিলো... (অনিক)
>> আমিও তোমাকে কিছু বলতে চাই (ইভ)
>> কি ভাবে যে বলবো..... আচ্ছা থাক অন্য একদিন বলবো (অনিক)
>> তোমার ইচ্ছে (ইভ)
>> ইভ তোমার নাম্বার টা দেওয়া যাবে? (অনিক)
>> 017********9
.
>> হ্যালো (অনিক)
>> হ্যা শুনতেছি...
>> তোমার কন্ঠস্বর অনেক সুন্দর (অনিক)
>> ফ্ল্যার্ট করতেছো? (ইভ)
>> মোটেই না... (অনিক)
.
আজ বন্ধুত্ব আরো এক ধাপ এগিয়ে এসেছে।
মাঝে মাঝেই তাদের এখন ফোনে কথা হতে থাকে।
একদিন প্রায় রাত তিনটে বাজে এমন সময় ইভ এর ফোনে অনিক কল দেয়...
ইভ অনেক টা চমকে যায়। এত রাতে কল....
মাঝরাতের কল তো সব সময় খারাপ বার্তা নিয়ে আসে। তবে কি কোন খারাপ বার্তা অপেক্ষা করছে??
.
চলবে........
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» ফেসবুকে লগিন করে people u may know তে একটি আইডির প্রোপিক দেখে অনেক টাই
অবাক হয়ে যায় অনিক