[Indian Bangla Lyrics] আমাকে আমার মত থাকতে দাও – অটোগ্রাফ

গান : আমাকে আমার মত থাকতে দাওগায়ক : অনুপম রায়চলচ্চিত্র: অটোগ্রাফ,,,আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকেনিজের মত গুছিয়ে নিয়েছি যেটা ছিলোনাছিলোনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্টজীবনতোমারই এ দুনিযার ঝাপসা আলো কিছু সন্দহেরগুরো হওয়া কাঁচের মত যদি উড়ে যেতে চাও তবেগাঁ ভাসিয়ে দাও দূরবীনে চোঁখ রাখবনা… না নানা…এই জাহাজ মাসতুল ছাড়খাড় তবু গল্প লিখছি পাঁচবারআমি রাখতে চাই না আর তার কোন রাত-দুপুরেরআবদার তাই চেষ্টা করছি বার বারসাঁতরে পার হওয়া যায়কখনও আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসেভালোবাসা খুব ভোরে চোঁখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজনা আমায় আশে-পাশে আমি আর নেইআমার জন্য আলো জ্বেলো না কেউ আমি মানুষেরসমুদ্রে গুনেছি ঢেউএই ইস্টিশনে চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনেঘরে ফিরব না… না না না…তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাত্রি-দিন নিজের মত কখনও সময় পেলে একটু ভেবোআঙ্গুলের ফাঁকে আমি কইহিসাবের ভিড়ে আমি চাই না ছুটেযত শুকনো পেঁয়াজগুলি ফ্রিজের শীতে আমিওবেলার ডাল- ভাত ফুরিয়ে গেছি বিলাসের জলেভাসবনা… না না না…

Total Pageviews