জিপি দিয়ে কোন কোন সাইট ফ্রিতে ব্রাউজ করতে পারবেন তা দেখে নিন।

গ্রামীণফোন তাদের গ্রাহক সেবার জন্য প্রতিনিয়তই নতুন কিছু দেয়ার চেষ্টা করে” আসলে এটা জিপির কর্মকর্তাদের উক্তি। বর্তমানে জিপিসীম দিয়ে নেট চালানু একটা টাফ কাজ। কেননা তাদের প্যাকেজের চড়া দাম যা আমরা সবাই জানি। জিপি যে সবসময় নতুন কিছু দেয়ার চেষ্টা করে তা ভুল নয় কারন তারা Night pack 2GB ২৯ টাকা থেকে ৫৪ টাকায় তুলেছে। যা নিঃসন্দেহে নতুন, আপনার ভাল লাগুক বানাই লাগুক সেটা তাদের কোন বিষয় নয়। তবুও আমার মত অনেকেই এখন প্রাইমারি সীম হিসেবে জিপিই ব্যবহার করছেন। এজন্য আজ আমি আপনাদের জন্য জিপির ফ্রি সার্ভিস গুলু তুলে ধরার চেষ্টা করব।বিঃদ্রঃ এগুলো মুলত ফ্রী সার্ভিস যাআমি পোষ্ট করার পূর্বে এম্বি বা টাকাবিহীন সীমে ব্যবহার করে দেখেছি। কিছু সার্ভিস সীমের এম্বি বা টাকা খরচ করতে পারে। ভাল হয় যদি সীমে টাকা বা এম্বি না থাকে। আর .com,.CO, .mobi ও .io এর পূর্বের .(ডট) তুলে স্পেস ব্যবহার করা হয়েছে।জিপি ফ্রী সার্ভিসগুলোর তালিকাঃWww freebasics com এর মাধ্যমে কয়েকশ সাইট আপনি ফ্রীতে ব্রাউজ করতে পারবেন। এই সার্ভিসটা ফেসবুক এবং গ্রামীণফোন দ্বারা তৈরী হয়েছে। কাঙ্কিত সাইটটি না পেলে freebasics এর নীচে Add more services থেকে যোগ করতে পারবেন।*.Www Grameenphone com*.Www gpstore CO*.Www gpeasynet com*.Www mytonic com*.Www ekhanei com*.www wikipedia com । শুধু উইকিপেডিয়াই নয় বরং এর সাব-সাইটগুলোও ফ্রীতে ব্রাউজ করতে পারবেন। যেমন উইকিবুক ও উইকিনিউজ।*.Www wikimedia com ।এখান থেকে ফ্রীতে ভিডিও দেখতে ও ডাউনলোড দিতে পারবেন*.Free facebook comকিছু অপ্রয়োজনীয় সার্ভিসঃ*.Grameenphonebd fonepass mobi*.Webpass Opera com*.app wowbox telenor ioআমার জানা মতে এই সাইটগুলোই ফ্রীতে ব্রাউজ করা যায়। আপনি যদি অন্য কোন সাইট জিপি দিয়ে ফ্রীতে ব্রাউজ করতেপারেন কমেন্টে লিখতে পারেন।

Total Pageviews