Home »
Grameenphone Free Internet Offer
» টার্গেট পূরণ করলেই ইন্টারনেট ফ্রি যত কথা তত ইন্টারনেট
টার্গেট পূরণ করলেই ইন্টারনেট ফ্রি যত কথা তত ইন্টারনেট
*.একজন গ্রাহকের জন্য শুধুমাত্র একটি Targetপ্রযোজ্য হবে*.প্রত্যেক গ্রাহককে প্রথমে*999*2#ডায়ালের মাধ্যমে ক্যাম্পেইনে রেজিস্টারকরতে হবে।*.রেজিস্ট্রেশন Freeরেজিস্ট্রেশনের পর গ্রাহক একটিকনফার্মেশন SMS পাবেন*.ISIM ও VTS SIM-এ এই অফার প্রযোজ্য নয়ক্যাম্পেইন চলাকালীন একবার রেজিস্ট্রেশনকরাই যথেষ্ট। ক্যাম্পেইন চলাকালীনযেকোনো দিন রেজিস্ট্রেশন করা যাবে।*.শুধুমাত্র সফল রেজিস্ট্রেশনের পরই গ্রাহকবোনাস পাবেন*.রেজিস্ট্রেশন করার পর প্রতিদিনের নির্ধারিতটার্গেট পূরণ করলে গ্রাহক বোনাসপেতেবিবেচিত হবেন*.বোনাস অ্যামাউন্ট ও মেয়াদ জানতেডায়াল*566*48#*.একটি কলের বিপরীতে সর্বোচ্চ বোনাসইন্টারনেট 5MB।*.বোনাসের মেয়াদ বোনাসপ্রাপ্তির রাত ১১:৫৯ মিনিট পর্যন্তপ্রতিদিনের ব্যবহারের টার্গেট গণনারক্ষেত্রে যেকোনো লোকাল ওআন্তর্জাতিক ভয়েস কলিং এ ব্যবহৃত মিনিট (1Poisha offer, বিভিন্ন মিনিট প্যাক ও ভয়েস বান্ডল*.সহ ব্যবহৃত সকল মিনিট) অন্তর্ভুক্ত হবেকোনো কল একদিন শুরু হয়ে পরদিন শেষহলে তা বিবেচিত হবে না*.প্রতিদিনের টার্গেট পূরণের পর প্রতি ১ মিনিটব্যবহারে 1MB ফ্রি পাবেনইআরএস, জিপিপিপি, ভিপি, বিপিও ব্যতীত সকল*.প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্যপ্রতিদিনের টার্গেট জানতে গ্রাহককে GPBonus থেকে পাঠানো SMS চেক করতেহবে*.প্রতিদিনের টার্গেট পূরণের পর বোনাসপেতে ক্যাম্পেইন চলাকালীন একবাররেজিস্ট্রেশন করাই যথেষ্টযেসকল প্রিপেইড গ্রাহক October ৩১, ২০১৬তারিখে বা তার আগে জয়েন করেছেন তারাক্যাম্পেইন অফারের জন্য বিবেচিত হবেনJanuary ২০১৭-তে যেসকল গ্রাহকের ইনকামিংও আউটগোইং অ্যাক্টিভিটি আছে তারাক্যাম্পেইন এর জন্য বিবেচিত হবেনআনরেজিস্টার করতে ডায়াল *999*4# (কার্যকর হবে ৭২ ঘণ্টার মধ্যে)আইভিআর এর মিনিটসমূহ বিবেচ্য নয়