তামিমের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি

ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতক তুলে
নিয়েছেন টাইগারদের বাঁহাতি ওপেনার তামিম
ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শতক হাঁকান
তামিম।
লঙ্কা সিরিজের প্রথম ওয়ানেডেতে ৪৩তম
ওভারে ১২টি চারে ১২৭ বলে তামিম তুলে নেন
ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি।
এর আগে মিরপুরে সবশেষ আফগানিস্তানকেই
ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে শতকের শিকার
বানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তামিম ষষ্ঠ
ওয়ানডে শতকের দেখা পান শের-ই-বাংলা
স্টেডিয়ামেই। সফরকারী পাকিস্তানের বিপক্ষে
১১৬ বলে অপরাজিত ১১৬ রানের বিষ্ফোরক
ইনিংস খেলে ষষ্ঠ ওয়ানডে শতক তুলে
নিয়েছিলেন তামিম।
তামিম অবশ্য আজ ব্যক্তিগত ১ রানেই
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ১০ হাজার
রান পূর্ণ করেছেন। যা বাংলাদেশি ক্রিকেটার
হিসেবে প্রথম কোনো ক্রিকেটার।
২৬তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম
অর্ধশতকের দেখা পান তামিম। তিনি পঞ্চাশ
ছুঁয়েছেন ৭৫ বলে, তাতে ছিল ছয়টি চারের মার।
শ্রীলঙ্কা সফরে মোরাতুয়ায় বোর্ড
প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তামিম
করেছিলেন ১৩৬ রান। এরপর গল টেস্টে
করেছিলেন ৫৭ ও ১৯ রান। কলম্বো টেস্টে
করেছিলেন ৪৯ ও ম্যাচ জেতানো ৮২ রান।

Total Pageviews