চলতি বছর সৌদি আরবে পবিত্র মাহে
রমজানের চাঁদ দেখা যেতে পারে আগামী ২৭ মে।
সে অনুযায়ী পরদিন ২৮ মে থেকে পবিত্র রমজান
শুরু হবে সৌদি আরবে। সৌদি আরবসহ
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরদিন অর্থাৎ
২৯ মে থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।
সৌদি আরবের সিনিয়র স্কলার পরিষদের সদস্য
শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল-মানি-এর
বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক
আল-মদিনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯
দিনে।
Home »
Islamic Story amp; Hadis
» সৌদি আরবে চাঁদ দেখা যেতে পারে ২৭ মে, রমজান ২৯ দিনে!