[হেলথ টিপস] জেনে নিন রোজায় যেভাবেমুখের দুর্গন্ধ দূর করবেন ?

অনেকেই রোজার সময় মুখে দুর্গন্ধেরসমস্যায় ভুগে থাকেন। রোজা রেখে দীর্ঘসময় না খাওয়ার জন্য এই দুর্গন্ধের সৃষ্টি হয়।এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ কার্বোহ্রাডেট,তাজা ফল এবং সবজি না খাওয়ায় মুখেদুর্গন্ধ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ।এটি সবারজন্যই একটি বড় সমস্যা। ভোররাতে দাঁতব্রাশ করে ও মাউথ ওয়াশ ব্যবহার করেওমুখের গন্ধ দূর হয় না। মুখে এমন বিশ্রী দুর্গন্ধনিয়ে সবার সঙ্গে মেশাটাও মুশকিল।জেনে নিন মুখের দুর্গন্ধকে সুগন্ধে বদলেফেলার কৌশল-এলাচ, লবণ বা দারুচিনি- কোনটা আপনারপছন্দ? সেহরি খাওয়ার পরে এর যে কোনটামুখে নিয়ে কিছুক্ষণ চিবাতে থাকুন। দেখবেনকিছুক্ষণ পর মুখের দুর্গন্ধ একেবারেইগায়েব। কারন এই মসলাগুলোতে থাকেএসেনশিয়াল ওয়েল, যা প্রাকৃতিক ভাবেইআপনার মুখে সুগন্ধের সৃষ্টি করে।

Total Pageviews