মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যাক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে উযূ করে মসজিদে যাচ্ছে। মাঝ পথে সে পা

মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্যএকব্যাক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে উযূ করেমসজিদে যাচ্ছে। মাঝ পথে সে পাপিছলিয়েপড়েগেল। তার কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায়ফিরে এসে কাপড় বদলিয়ে আবার উযূ করেমসজিদেরদিকে রওয়ানা দিল। মাঝ পথে আবার সেপাপিছলে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়েগেল।সে আবার বাসায় গেল কাপর বদলিয়ে উযূকরে মসজিদের দিকে রওয়ানা দিল। মাঝপথেআসতেলন্ঠন হাতে এক লোকের সাক্ষাত পেল।লোকটিকে সে জিজ্ঞাস করল, আপনি কে?সেউত্তরে বলল, আমি আপনাকে দুবার পড়েযেতেদেখলাম তাই ভাবলাম মসজিদে যাওয়ারজন্যআমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দেই।লোকটি লন্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্তএগিয়ে দিল। তাকে ইনি বললেন, চলুননামায পড়েনেই। লোকটিকে নামায পড়ার জন্যবারংবারবলার পর ও অনেক পীড়াপীড়ী করার পরওলোকটিনামাজ পড়ল না। তখন তাকে জিজ্ঞাসকরলঃআপনি নামায পড়া পছন্দ করেন না, বলুন তোআপনি কে? লোকটি উত্তরে বলল, আমিশয়তান।আমিই আপনাকে ১ম বার পা পিছলিয়েফেলেদিয়েছিলাম যাতে মসজিদে নামায নাপড়েআপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখনপাপিছলে পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়েফিরেআসলেন তখন আল্লাহ তালা আপনার সবগোনাহক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনিপড়েযাওয়ার পর বাড়ীতে গিয়ে কাপড় বদলিয়েআবার মসজিদের দিকে রওয়ানা দিলেন,তখনআল্লাহতালা আপনার পরিবারের সবার গোনাহক্ষমা করেদেন। এরপরও যখন পড়ে গিয়ে আপনি বাড়ীথেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন,তখনআমিভয়পাচ্ছিলাম, না জানি আল্লাহ তালাএবারআপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাইতাড়াতাড়ি আমি লন্ঠন হাতে আপনাকেমসজিদে পৌছে দিয়ে গেলাম। আল্লাহ্আকবর....

Total Pageviews