[ইসলামের কথা] হাঁচি সম্পর্কিতদোয়া

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম মানুষের কল্যাণেঅনেকদোয়া ও আমলের তাগিদদিয়েছেন।যাতে রয়েছে মানুষের জন্য অনেকউপকারিতা। হাদিসে হাঁচিসম্পর্কিতদোয়াগুলো তুলে ধরা হলো-হাঁচি দিয়ে বলতে হয়-ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠﻪউচ্চারণ : আলহামদুলিল্লাহঅর্থ : সকল প্রশংসা আল্লাহ তাআলারজন্য।কোনো ব্যক্তি হাঁচি দাতার‘আলহামদুল্লিাহ’ শুনলে বলবে-ﻳَﺮْﺣَﻤُﻚَ ﺍﻟﻠﻪِউচ্চারণ : ইয়ারহামুকাল্লাহঅর্থ : আল্লাহ আপনার উপর রহম (করুণা)করুন।অতপর হাঁচি দাতা বলবে-ﻳَﻬْﺪِﻛُﻢُ ﺍﻟﻠﻪُ ﻳُﺼْﻠِﺢُ ﺑَﺎﻟَﻜُﻢْউচ্চারণ : ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহুবালাকুম।অর্থ আল্লাহ তোমাকে হিদায়াতদানকরুন এবং তোমার অবস্থা সঠিক রাখুন।(বুখারি, মিশকাত)সতর্কতা-হাঁচি দেয়ার সময় অবশ্যই রুমাল বাকাপড়দিয়ে মুখ ঢেকে রাখ জরুরি। সম্ভব নাহলে অন্তত হাত দ্বারা মুখে আবরণকরা।(তিরমিজি, আবু দাউদ)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকেহাঁচি সম্পর্কিত দোয়াগুলোর আমলকরারতাওফিক দান করুন।আমিন।

Total Pageviews