ডিপোজিটের টাকা থেকে হজে যাওয়া যাবে কি না?

প্রশ্ন: ডিপোজিটের টাকা দিয়ে বা এফডিআরের টাকা থেকে হজে যাওয়া যাবে কি না?উত্তর: ডিপোজিট হারাম পদ্ধতিতে যদি করে থাকেন, তাহলে সে টাকা মূলত হারাম। ইবাদত কবুলের জন্য একটা বিষয়হচ্ছে, ইবাদতের মধ্যে হালাল টাকা থাকতে হবে। কিন্তু শেখ আবদুল আজিজ (রা.) তাঁর ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে, যদি কেউ তাঁর কাছে টাকা নাথাকে, আর যদি তিনি তাঁর কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে হজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, হয়তো আল্লাহ সুবাহানাহুতায়ালা মেহেরবানি করে কবুল

Total Pageviews