৫০ টাকা কেজির চাল ধার নিয়ে ২৫ টাকারটা ফেরত দেওয়া যাবে কি?

প্রশ্ন : আমরা তো বিভিন্ন জিনিস, সেটা
চাল হোক বা অন্য কিছু কর্জ বা ধার করি।
কিন্তু ফেরত দেওয়ার সময় যদি সেটা সমমানের
না হয়? যেমন : দেখা গেল একজন ৫০ টাকা
কেজির চাল খায়। কিন্তু ফেরত দেওয়ার সময়
আমি ২৫ টাকা কেজির চাল দিলাম। সে ক্ষেত্রে
সমমান হতে হবে নাকি এ রকম হলে কর্জ
নেওয়ার ক্ষেত্রে জায়েজ আছে?
উত্তর : আপনি চাল নিয়েছেন এক কেজি এবং
এক কেজি চালই আপনি ফেরত দেবেন। দেড়
কেজি দেবেন না। ৫০ টাকা কেজির চাল নিয়ে ২৫
টাকা কেজির চাল ফেরত দিলে তাতেও অসুবিধা
নেই।
কিন্তু যেটা নিয়েছেন, সেটা ফেরত দেওয়াটাই
হচ্ছে বিধান। ৫০ টাকা কেজির চাল নিলে সেটাই
ফেরত দেওয়া বিধান। কিন্তু কোনো কারণে
যদি আপনি ৫০ টাকা কেজির চাল দিতে না
পারেন তাহলে ২৫ টাকা কেজির চাল দিলেও তাঁর
এই ঋণ পরিশোধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে।
যেহেতু আপনি এক কেজি চাল নিয়েছেন এবং
সেটি আপনি পরিশোধ করেছেন।
কিন্তু আপনার জন্য বিধান হচ্ছে, যেই মূল্যের
জিনিস নিয়েছেন, সেই মূল্যেরটা দিয়েই আদায়
করে দেওয়া।

Total Pageviews