প্রথমবার দৈহিক সম্পর্কের আগে জেনে নিন

এমন দশটা বিষয় যা ভেবেনেওয়াটা খুবই জরুরি। যে বিষয়গুলি হয়তোআপনার মা, বোন বা বন্ধু কেউই বলতেপারেননি। জীবনে প্রথমবার কারও সঙ্গেদৈহিক সম্পর্ক স্থাপনের আগে কয়েকটিবিষয় মাথায় রাখা খুবই জরুরি।বাসনা-বিলাস নয়, এ এক জরুরি অবস্থার কথা।দেহ মানেই কিছু অনিবার্য পরম্পরা। আরসেই পরম্পরার সূত্র ধরেই থাকে কুমারীত্ব-সংক্রান্ত ধারণা। এ এমন এক জিনিস, যারয়েছে কেবল হারানোর জন্যই।জীবনে প্রথমবার কারও সঙ্গে দৈহিক সম্পর্কস্থাপনের আগে কয়েকটি বিষয় মাথায়রাখা খুবই জরুরি। ভারতীয় গণমাধ্যমএবেলা এমন খবর প্রকাশ করেছে।১। প্রথমবার যৌন-সম্পর্কের আগেঅন্তঃসত্ত্বা হয়ে পড়ার আশঙ্কা সব মেয়েরইথাকে। তাই, যখনই যৌন সম্পর্কে লিপ্তহবেন অবশ্য কন্ডোম সঙ্গে রাখবেন।২। মানসিক প্রস্তুতিও খুব জরুরি। মনে রাখতেহবে, সাময়িক ব্যাথা পাওয়ার সম্ভবনাথাকে প্রথমবার মিলনে। কিন্তু মানসিকপ্রস্তুতি থাকলে তা অনেক বেশি সহনীয়হয়।৩। যদিও কুমারীত্ব হারানোর কোনওনির্দিষ্ট বয়স হয় না, তা-ও কিছু বিষয়মেনে না-চললেই নয়। যেমন, নির্দিষ্টএকটা সময় পর্যন্ত অপেক্ষা করাই ভাল।বিয়ের বয়সের মতো না হলেও মনেরাখবেন দেহের সম্পূর্ণ বিকাশ হওয়ারআগেই যৌনমিলন পরবর্তীকালের জন্য খুবউপকারি হবে না।৪। রক্তক্ষরণ নিয়ে আমাদের সমাজে অনেকমিথ চালু আছে। সেগুলোকে খুবসিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কারণপ্রথমবার যৌনমিলনে রক্তপাত যে হবেই,তার কোনও গ্যরান্টি নেই। এটি একেকজনের শারীরিক গঠনের উপর নির্ভর করে।৫। তখনই কোনও যৌন সম্পর্কে জড়াবেন,যখনআপনার মন চাইবে। বন্ধু-বান্ধবদের উস্কানিবা প্রেমিকের অনুরোধে ভুলেও এমন কাজকরবেন না। সেক্ষেত্রে পরে ভয়ঙ্করঅপরাধবোধ কাজ করে।৬। দেহ দেওয়া-নেওয়ার আগে নিজেরচাহিদা সম্পর্কে স্পষ্ট ভাষায় জানাননিজের পার্টনারকে। এমন যেন না-হয়, একেঅপরকে ভুল চিনে কাছাকাছি এসে পড়লেন।৭। প্রথমবার যৌনমিলনে অর্গ্যাজম নাহওয়ারই সম্ভবনা বেশি। অনেকেই হয়তোঅনেক কিছু প্রত্যাশা করে থাকেন, কিন্তুপ্রথমবারটা একাবারেই আকস্মিক।আনপ্রেডিক্টেবল।৮। প্রথমবার হালকা ভয় থাকে, নার্ভাসনেসকাজ করে। তাই খুব বেশি ভাবতে বসবেননা। বেশি ভাবলে সেই মুহূর্তেরভাললাগাটাই নষ্ট হয়ে যাবে।৯। বর্ষাকালে ছাতা নিয়ে ঘোরার মতোসবসময়ে কন্ডোম সঙ্গে রাখা সম্ভব নয়। তাইসেক্ষেত্রে মিলনের পরে যত দ্রুত সম্ভবকোনও কন্ট্রাসেপটিভ পিল খেয়ে নেবেন।এতে ইতস্তত করার কিছু নেই।১০। প্রথমবার হয়তো একটু জড়তা থাকবে।কিন্তু সব জড়তা কাটিয়ে চেষ্টা করুনপার্টনারের সামনে সম্পূর্ণ নগ্ন হতে। এতেপ্রথমবার মিলিত হলেও ভাল লাগাটাদীর্ঘস্থায়ী হয়।

Total Pageviews