স্ত্রী এর দুধ স্বামীর জন্য হারাম কি না?

আস্সালামু আলাইকুমআশা করি সকলেই ভালো আছেন?আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতেছিভুল ক্রটি ক্ষমা করে দিবেননিজের স্ত্রীর দুধ পান করলে স্ত্রী স্বামীর উপর হারাম হয়না। কারণ সর্বোচ্চ ২বছর বয়সে দুধ পান করলে দুধ মায়ের সম্পর্ক স্থাপন হয়। এর পর পান করলে হয়না। তাই স্বীয় স্ত্রীর দুধ পান করার দ্বারা আপনার স্ত্রী আপনার উপর হারাম হয়ে যায়নি। কিন্তু স্ত্রী স্তনের দুধ পান করা একটি মারাত্মক গোনাহের কাজ। একাজ থেকে বিরত থাকুন।দলিল:

প্রামান্য গ্রন্থাবলী১. সূরা বাক্বারা-২৩৩২. সূরা আহকাফ-১৫৩. ফাতওয়ায়ে শামী-৪/৩৯৭৪. তাফসীরে মাযহারী-১/৩৫৬৫. কেফায়াতুল মুফতী-৫/১৬২

Total Pageviews