[»»গল্প এবং কবিতা] গ্রামের নাম দরগারবন।এগ্রামে আছে বহুদিনেরপুরনো একটা বটগাছ

গ্রামের নাম দরগারবন। এগ্রামে আছে বহুদিনেরপুরনো একটা বটগাছ।গ্রামেরমোড়ল বটগাছটি কেটে ফেলারসিদ্ধান্ত নিল। সে গাছকাটারজন্য লোক ঠিক করে রাখল।গাছকাটার আগের দিনরাতে একটা ভূত এলোমোড়লেরকাছে। ভূতটি বলল, হেমোড়ল,আপনি হলেন এ গ্রামের মাথা।আমরা এই পুরনো গাছটায় বহুবছরধরে বসবাস করে আসছি। আপনিএগাছটি কেটে ফেলারযে সিদ্ধান্ত নিয়েছেন,তা বাতিল করুন।মোড়ল হুংকার ছেড়ে বলল,আমারগাছ আমি কাটবো, তুই বলারকে?আর এ গাছকেটে ফেললে তোরাঅন্যগাছে চলে যাবি,সমস্যা কোথায়?ভূতটি বলল, আপনারা একে একেসবপুরনো গাছ কেটে ফেলেছেন।আমাদের বসবাসের জন্য এগাছটি ছাড়া আশপাশে আরকোনো বড়ো গাছনেই। এগাছটি কাটবেন না দয়া করে।মোড়লবড়ো রাগী মানুষ।সে রেগেমেগে বলল,তোরাকোথায়থাকবি না থাকবি এটা তোদেরব্যাপার। গাছ আমি কাটবই।পারলে তোরা ঠেকিয়ে রাখিস।যা এখন আমার সামনে থেকে।ভূতটি বলল, দেখুন,আমরা ইচ্ছা করলে আপনাদেরঅনেক তি করতে পারি, ভয়দেখাতে পারি। আমরা অনর্থককারো তিও করি না, ভয়ওদেখাইনা।আপনি যদি গাছটা কেটেফেলেনতো আমরা ঘরহারা হয়ে পড়ব।ছেলে-মেয়ে নিয়ে ভীষণবিপদে পড়ে যাবো। তখনকিন্তুআপনারা শান্তিতে ঘুমুতেপারবেননা, বলে দিলাম।

Total Pageviews