(Edu exclusive)বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলে কি করবেন ? দেখে নিন,..

প্রথমে যা করবেনঃ সার্টিফিকেট,নম্বরপত্র বা প্রবেশপত্রহারিয়ে গেলে দেরি না করে এবিষয়ে দ্রুত আপনার এলাকারনিকটবর্তী থানায় একটি সাধারণডায়েরি (জিডি) করবেন ।জিডিরএকটি কপি অবশ্যই নিজেরকাছে রাখবেন ।এরপর যে কোনো একটি দৈনিকপত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিবেন। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষারকেন্দ্র, রোল নম্বর, পাসের সাল,বোর্ডের নামএবং কিভাবে আপনি সাটিফিকেট,নম্বরপত্র অথবা প্রবেশ পত্র হারিয়েছেনতা সংক্ষেপে উল্লেখ করবেন ।থানায়জিডি ও পত্রিকায়বিজ্ঞপ্তি প্রকাশের পরআপনাকে যেতে হবে যে বোর্ডেরঅধীনে পরীক্ষা দিয়েছেন সেইশিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্রসংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ করবেন ।এরপর নির্ধারিতফি সোনালী ব্যাংকের ডিমান্ডড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিববরাবর জমা দিবেন । টাকা জমা হওয়ারপর আবেদন কার্যকর হবে। আবেদনপত্রেরসঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায়বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডিরকপি জমা দিতে হবে হবে ।আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃআবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেইউল্লেখ করতে হবে আপনি কোনপরীক্ষার (মাধ্যমিক না উচ্চমাধ্যমিক)কী হারিয়েছেনএবং কী কারণে আবেদন করছেন।আবেদনপত্রের বিভিন্নঅংশে ইংরেজি বড়অক্ষরে এবং বাংলায় স্পষ্ট অক্ষরে পূর্ণনাম, মাতার নাম, পিতার নাম,শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রোল নম্বর,পাশের বিভাগ/জিপিএ, শাখা,রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষএবং জন্মতারিখ সহ বিভিন্ন তথ্যলিখতে হবে।পরবর্তী অংশে জাতীয়তা,বিজ্ঞপ্তি যে দৈনিক পত্রিকায়প্রকাশিত হয়েছে সেটির নাম ওতারিখ এবং সোনালী ব্যাংকেরযে শাখায় ব্যাংক ড্রাফট করেছেনসে শাখার নাম, ড্রাফট নম্বর ও তারিখউল্লেখ করতে হবে।আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানেরসুপারিশের প্রয়োজন হবে। এতে তারদস্তখত ও নামসহ সিলমোহর থাকতে হবে।আর প্রাইভেট প্রার্থীদের আবেদনপত্রঅবশ্যই গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর ওনামসহ সিলমোহর থাকতে হবে। নষ্টহয়ে যাওয়া সনদপত্র/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের অংশবিশেষ থাকলে পত্রিকায়বিজ্ঞপ্তি দিতে হবে না বা থানায়জিডি করতে হবে না।এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে ওইঅংশ বিশেষ জমা দিতে হবে।তবে সনদে ও নম্বরপত্রেরঅংশবিশেষে নাম, রোল নম্বর, কেন্দ্র,পাশের বিভাগ ও সন, জন্ম তারিখ ওপরীক্ষার নামনা থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আরবিদেশি নাগরিক কে ব্যাংকড্রাফটসহ নিজ সরকারেরশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনকরতে হবে।কত টাকা লাগবেঃ সাময়িক সনদ,নম্বরপত্র, প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য ১৫০টাকা এবং চৌ-নকলের জন্য ২৫০টাকা ব্যাংক ড্রাফটেরমাধ্যমে জমা দিতে

Total Pageviews