তাইয়েবুর রহমান তাহসিন। ৫ মাস ১৭ দিনে
পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেন।
যা আল্লাহ তাআলার অপার রহমতের নির্দশন।
হাফেজ তাইয়েবুর রহমান তাহসিন মিরপুর
উত্তর বিশিল এলাকায় অবস্থিত হাফেজ
মাওলানা শফিকুল ইসলাম পরিচালিত মদিনাতুল
উলুম ইসলামিয়া কাজীবাড়ী মাদরাসার ছাত্র।
হাফেজ তাইয়েবুর রহমান তাহসিন বরিশাল
জেলার মেহেন্দিগঞ্জ থানার উত্তর চর গ্রামের
মাওলানা আবুল কালাম আজাদ ও মুরশিদা
জান্নাত দম্পতির তিন ছেলের মধ্যে সবার
ছোট। তাহসিনের বড় দুই ভাইও পবিত্র
কুরআনুল কারিমে হিফজ সম্পন্ন করেছেন।
অসংখ্য হাফেজে কুরআনের ওস্তাদ হাফেজ
হাসমত উল্লাহ তাহসিনের নানা এবং তার তিন
মামাও হাফেজে কুরআন।
আল্লাহ তাআলা স্বল্প সময়ে কুরআন হিফজ
সম্পন্নকারী হাফেজ তাইয়েবুর রহমান
তাহসিনকে পবিত্র কুরআনুল কারিমের খাদেম
হিসেবে কবুল করুন। আমিন।
Home »
Islamic Story amp; Hadis
» ৫ মাস ১৭ দিনে কুরআন মুখস্ত করলেন তাহসিন!