Home »
যৌন বিষয়ক টিপস
» হস্তমৈথুন ছাড়তে হলে জানুন এর খারাপ দিক!
হস্তমৈথুন ছাড়তে হলে জানুন এর খারাপ দিক!
হস্তমৈথুন প্রসঙ্গে নানান রকমেরকুসংস্কার ও ভুল ধারণা আছে সবারমাঝেই। কেউ কেউ মনে করেন হস্তমৈথুনকরায় কোন দোষ নেই, কেউ কেউ ভাবেনব্যাপারটি খুব খারাপ, কারো মনে এটাস্বাস্থ্যের জন্য ভালো। তবে মূলবিষয়টি হচ্ছে, হস্তমৈথুন তখনইস্বাস্থ্যের জন্য ভালো যখন তা করেহবে নিয়ন্ত্রিত মাত্রায়।বেশি বেশি হস্তমৈথুন করলে বেশ কিছুসমস্যার মুখোমুখি হতে পারেন আপনি।জেনে নিন দৈনিক একাধিকবারহস্তমৈথুন করার অপকারিতা।* যেহেতু বীর্য তৈরি হয় অন্ডকোষে,তাই বেশি হস্তমৈথুনের ফলে,অণ্ডকোষে বীর্যরস তৈরিতে ব্যাঘাতঘটতে পারে। বাড়তি বীর্য তৈরির চাপসামলাতে হিমশিম খেতে পারেঅণ্ডেকোষ। ফলে অণ্ডথলিতে ব্যাথাহওয়া অস্বাভাবিক নয়।* অতিরিক্ত হস্তমৈথুনে মস্তিষ্কেবীর্য তৈরির হরমোনের ঘাটতিও দেখাদিতে পারে। সেক্ষেত্রে মস্তিষ্কেরওপর বাড়তি চাপ পড়ে। ফলেমাথাব্যাথা সহ মস্তিষ্কের নানাসাময়িক ত্রুটি দেখা দিতে পারে।* ঘন ঘন হস্তমৈথুনে বীর্য পাতলা হয়েযায় খুব স্বাভাবিকভাবেই। যদিক্রমাগত ব্যাপারটা চালিয়ে যেতেথাকেন, স্বাস্থ্য সমস্যা তৈরি হবে।* তাছাড়া অতিরিক্ত হস্তমৈথুনেরফলে যৌনাঙ্গে ব্যাথা ও আংশিকবিকৃতি ঘটতে পারে।* শরীর চড়া অবস্থায় হস্তমৈথুন করলে,প্রসাবে জালাপোড়া বেড়ে যায় খুববেশিমাত্রায়। তাই হস্তমৈথুননিয়ন্ত্রিত ও সতর্কতার সাথে করাউচিত।* খুব বেশি হস্তমৈথুনে স্বাস্থ্যেরপ্রতি প্রভাব পড়ে। বিশেষ করে উঠতিবয়সী তরুণদের বাড়ন্ত সময়ে অতিরিক্তহস্তমৈথুন ভালো নয়।* হস্তমৈথুনে অভ্যস্ত অনেক পুরুষইপরবর্তী যৌন জীবনে সুখী হতে পারেননা। কারণ এই হস্তমৈথুন তাঁদেরঅভ্যাসে পরিণত হয়ে যায় আর এটাতেইতাঁরা স্বস্তি বোধ করেন।মনে রাখবেন, যৌন বিষয়ক কোনোসমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকেতখন অবহেলা না করে একজন যৌনরোগবিশেষজ্ঞের পরামর্শ নেয়া অবশ্যইউচিত।হস্তমৈথুন একটি স্বাভাবিক প্রক্রিয়া,তবে একে অতিরিক্ত পর্যায়ে নেয়ামোটেও ভালো নয়। হ্যাঁ, এটা আপনারপুরুষত্ব নষ্ট হবে না ঠিকই, তবে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতেপারে।