দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর বড় পর্দায় ফিরছে বাহুবালি ২: দ্যা কনক্লুশান। আগামী ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তির এক মাস আগেই বুধবার (১৫ মার্চ) অনলাইনে ছাড়া হয় ২ মিনিট ২৪ সেকেন্ডর ট্রেইলার।
দীর্ঘ প্রতীক্ষিত সিনেমাটির ট্রেইলার মুক্তির পর আবারো দর্শক আগ্রহের কেন্দ্রে এস এস রাজামৌলের বিগ বাজেটের বাহুবালি ২: দ্যা কনক্লুশান।
তবে যে সব কারণে দর্শক আগ্রহের কেন্দ্রে এ সিনেমাটি তাহলো-
নির্মমতম প্রশ্নের উত্তর
কাটাপ্পাক কেন বাহুবালিকে হত্যা করলো? গত দুই বছর ধরে বিনোদন জগতের সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়তো এটিই। বাহুবালির প্রথম পর্বের একেবারে শেষের দিকে দেখানো হয় মহাবীর বাহুবালিকে হত্যা করে তারই বিশ্বাসভাজন সেনাপতি কাটাপ্পা। কিন্তু কেন? আর বাহুবালি ২: দ্যা কনক্লুশানের ট্রেইলারে দেখা যায়, বাহুবালি কাটাপ্পাকে উদ্দেশ্য করে বলছে, 'তুমি থাকতে আমাকে মারার মতো কেউ জন্ম নেয়নি মামা'। অথচ সেই কাটাপ্পার হাতেই খুন হয়েছে বাহুবালি। এসব প্রশ্নের উত্তর জানতে স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে এ সিনেমাটি।
গল্পের পরিপূর্ণতা
সিনেমাটির প্রথম পর্বে বাহুবালির রাজা হয়ে ওঠা, ঘটনা প্রবাহে তার সন্তানের ফিরে এসে মাকে উদ্ধার করা, এবং সেনাপতি কাটাপ্পার বাহুবলিকে হত্যার দায় স্বীকার। এরপরেও বাবার বেহাত হয়ে যাওয়া রাজ্যে ফেরারিই থেকে যায় বাহুবলির ছেলে। তাই অসম্পূর্ণ গল্পের শেষ দেখতে দর্শক আগ্রহের কেন্দ্রেই থাকবে সিনেমাটি।
ধুন্ধুমার যুদ্ধের সিকোয়েন্স
উপমাহদেশের চলচ্চিত্রগুলোতে ময়দানী যুদ্ধের দৃশ্যায়ন খুব একটা চোখে পড়ে না। আর বাহুবালি: দ্যা বিগিনিং'য়ে কালাকিয়ার যুদ্ধ দেখেছে দর্শক। ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে এ যুদ্ধের দৃশ্যগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যা নজর কেড়েছে সবার। বাহুবালি ২ এর ট্রেইলার দেখেও বুঝাই যাচ্ছে আরো বড়, সুন্দর এবং আরো বেশি রক্তস্নাতো হবে দ্বিতীয় পর্ব।
চুড়ান্ত মোকাবেলা
বাহুবালি ২: দ্যা কনক্লুশানে দেখা যাবে বাবা হত্যার প্রতিশোধ নিতে বাহুবালির ছেলের উত্থান। ট্রেইলারের একেবারেই শেষ মুহূর্তে দেখা যাচ্ছে, রানা এবং বাহুবালির ছেলের মুখোমুখি অবস্থান। কার হবে জয়? ছেলেও কি বাবার পরিনতি ভোগ করবে নাকি সিংহানে বসবে?