[ বিউটি টিপস ] সুন্দর থাকতে ৯টি পণ্য ভুলেও মুখে লাগাবেন না !

আপনি কি জানেন আপনার ত্বকের সবচেয়ে বড়শত্রু কে? কেন চেহারা সুন্দর রাখতে পারছেন না।ত্বকের হরেক রকম সমস্যা ও অসুখের জন্যদায়ী হতে পারে কিছু পন্য। চলুন, চিনে নিই এমন৯টি পণ্য সম্পর্কে যা ভুলেও মুখে লাগাবেন না।১. ডিওডোরেনট আপনার আন্ডারআর্মে ঘামপ্রতিরোধ করে মানে এটা নয় যে আপনার মুখেওসেটা ঘাম হতে দেবেন না। মেকআপ সেট রাখারজন্য বা কিছুক্ষণ কম ঘামার জন্য অনেক মেয়েইবেশী চালাকি করে ডিওডোরেনট মুখে স্প্রেকরেন। এই কাজটি ভুলেও করবেন না।২. চুলে রঙ করতে গিয়ে খেয়াল রাখুন যে রঙযেন মুখে না লাগে। আর অনেকেই চুলের কালারম্যাচ করার জন্য ভ্রু কালার করান যা খুবই ক্ষতিকর।৩. ডালডা বা ঘি জাতীয় কোন দ্রব্য কখনো মুখেলাগতে দেবেন না। এই পণ্যগুলো মুখের জন্যঅত্যন্ত ভারী ও লোমকূপ বন্ধ করে দিতেযথেষ্ট।৪. হ্যাঁ, শ্যাম্পু আপনার মাথার ত্বক ও চুলকে পরিষ্কাররাখে। কিন্তু সেটার অর্থ এই নয় যে শ্যাম্পু আপনারমুখের ত্বকের জন্য ভালো। চুলে শ্যাম্পু করারসময় সাবধানে করুন যেন মুখে না লাগে।৫. বিশেষ করে আমাদের দেশে অনেকেই বডিলোশন মুখে মেখে থাকেন। মনে করেন যেযেটা শরীরে মাখা যায় সেটা মুখে মাখলে কীএমন ক্ষতি হবে। তবে সত্য এটাই যে বডি লোশনআপনার মুখের কোমল ত্বকের জন্য অনেকবেশী ভারী যা উপকার করার বদলে কেবলক্ষতিই করে। এটা নানান রকম সুগন্ধী উপাদান থাকেযা মুখের জন্য ভালো নয়। মুখে চাই আরও হালকাজিনিস।৬. ফুট ক্রিম বা পায়ে মাখার ক্রিম বা কোন ধরণেরভ্যাসেলিন জাতীয় পণ্য ভুল করেও কখনো মুখেস্পর্শ করাবেন না।৭. শিশুরা খেলার সময় কখনোই নেইলপলিশ দিয়েওআঁকিবুঁকি করে মুখে। অনেককে নেইলপলিশদিয়ে কপালে টিপ আঁকতেও দেখা যায়। এই ভুলটিকরবেন না কখনোই। মুখে থেকে দূরে রাখুনএই ক্ষতিকর রাসায়নিক।৮. মেয়নিজ জিনিসটা খেতে যেমন মজাদার, তেমনইচুলের জন্য খুব ভালো। কিন্তু মুখের জন্যভালো নয় মোটেও। অনেকে ফেস মাস্কেমেয়নিজ ব্যবহারের কথা বললেও এটা আসলেমোটেও ভালো নয়।৯. ভিনেগার অনেক ঘরোয়া চিকিৎসায় কাজেলাগলেও আপনার মুখ থেকে দূরে রাখুন। ভিনেগারব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে তবেইমুখে হাত দিন।

Total Pageviews