Home »
খাদ্য ও স্বাস্থ্য
» [Beuty Tips] কোমলগোলাপি ঠোঁটপেতে হলে যা করবেন
[Beuty Tips] কোমলগোলাপি ঠোঁটপেতে হলে যা করবেন
কে না চায় একজোড়া সুন্দর ওআকর্ষণীয় ঠোঁট? কেবলএকজোড়া স্বাস্থ্যজ্জ্বল ঠোঁটইআপনারহাসিকে করে তুলতে পারে আরো আকর্ষণীয়,চেহারাকে করে তুলতে পারে মোহনীয়।আর তাই জেনে নিন ঠোঁটকে সুন্দররাখবার উপায়গুলো।.আসুন, জেনে নেয়া যাক সুন্দরগোলাপি ঠোঁটপেতে কী কী করবেন ও করবেন না-.নিয়মিত যা যা করবেন:.১. একটি পাতলা লেবুর টুকরোরওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিনঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটেরমরা চামড়াগুলোকে পরিষ্কারকরতে এবং লেবু সূর্যেরফলে কালো হয়ে যাওয়া ঠোঁটেরচামড়াকে উজ্জবল করতে সাহায্যকরে।.২. মধুর সাথে চিনি এবং কয়েকফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১০মিনিট ঠোঁটে ঘষুন।.৩. ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিকএ্যাসিড খুব উপকারী। নিয়মিত দুধখাবার সাথে সাথে খানিকটা দুধতুলোয় করে ঠোঁটে ঘষে নিন। শুষ্কচামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধঠোঁটের কালো হওয়াকেওপ্রতিরোধ করে।.৪. গোলাপের পাপড়িও ঠোঁটেরগোলাপী ভাব আনতে সাহায্যকরে। এজন্য গোলাপেরপাপড়ি দুধেরমধ্যে রেখে তাতে মধু ওগ্লিসারিন মিশিয়ে নিন।প্রলেপটি ১৫ মিনিট ঠোঁটে মাখুন।এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন।প্রতিদিন এই প্রলেপটির ব্যবহারআপনারঠোঁটকে করে তুলবে আকর্ষনীয়।.৫. লেবুর ভেতরের এসিড ঠোঁটেরশুষ্কচামড়াকে তুলে ফেলতে সাহায্যকরে। তবে লেবুর রসেরসাথে খানিকটা চিনি ও মধুমিশিয়ে ঘরে বসেই নিতে পারেনঠোঁটের পুরোপুরি যত্ন।প্রলেপটি মাখার একঘন্টা পরধুয়ে নিন।..৬. লেবুর রসেরসাথে খানিকটা গ্লিসারিনমিশিয়ে ঠোঁটে মাখুন।কয়েকদিনেই আপনি পাবেন চমত্কারফলাফল।.৭. বাদামের তেল, মধু ও চিনিরমিশ্রন করুন। প্যাকটি আপনারঠোঁটকে কেবল সুন্দরই করবে না,কোমলতাও বাড়াবে।.৮. ঘুমানোরআগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন।সাথে রাখতে পারেন জাফরানও।এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিতব্যবহার আপনার শুষ্কঠোঁটকে সারিয়ে তুলবে একনিমিষেই।.৯. কমলালেবু খাবার সময় এরবীচিগুলোকে সংরক্ষণ করুনএবং নিয়মিত ঠোঁটকে এগুলোরদ্বারা পরিষ্কার করুন।.১০. প্রতিদিন টমেটো পেষ্টকরে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁটহবে উজ্জ্বল।..১১. শশার রসও ঠোঁটেরকালো হওয়কে প্রতিরোধ করে।ফলাফল পেতে প্রতিদিন অন্তত ৫মিনিট শসার রস ঠোঁটে ঘষুন।.মনে রাখবেন:.- ধুমপান ঠোঁটের জন্যে ক্ষতিকর।তাই ধুমপান থেকে বিরত থাকুন।- রাতে ঘুমাতে যাবারআগে লিপস্টিকতুলে ফেলতে ভুলবেননা।- জিহ্বা দিয়ে অবিরত ঠোঁটভেজানো বন্ধ করুন। এতে সাময়িকআরাম মিললেও আসলে ঠোঁটেরসৌন্দর্য হানি হয়। বদলে ব্যবহারকরুন লিপজেল।- ফাস্টফুডের পরিবর্তে শাক-সব্জী খাওয়ার পরিমাণ বাড়ান।- চা এবং কফিরপরিবর্তে পানি খাবার পরিমাণবাড়ান। প্রচুরপরিমাণে পানি আপনারঠোঁটকে রাখতে পারে সুস্থ ওস্বাভাবিক সৌন্দর্যময়।