[হেলথ টিপস] ঔষধ ছাড়াইমাথা ব্যাথা কমাতে মাত্র ৩০সেকেন্ডের দারুন টিপস !

এমন মানুষ কমই আছেনযিনি অবশাদে ভোগেন না।কিংবা বিরক্তিকর মাথাব্যথায় আক্রান্তহন না- এরকম মানুষের সংখ্যা প্রায় নেইবললেই চলে। কারণ, ব্যস্ততম জীবনেরনিত্যদিনের সঙ্গী এই দুই উপদ্রব।তবে সমস্যা যেমন আছে, তার সমাধানওরয়েছে।আকুপ্রেসারের সাহায্যে অল্পসময়ে রেহাই পেতে পারেন আপনি।কীভাবে? আপনার বাম হাতের বুড়ো আরতর্জনী, এই দুই আঙুলেরমাঝখানে যে মাংসপেশী (চীনা চিকিস্পট’ বলে) রয়েছে সেখানে ডান হাতেরতর্জনী ও বুড়ো আঙুল দুটি দিয়ে মাত্র ত্রিশসেকেন্ড চাপ দিন। ম্যাজিকেরমতো অবসাদ, মাথাব্যথা চলে যাবে।

Total Pageviews