Home »
যৌন বিষয়ক টিপস
» প্রশ্নঃ মুসলমানি কি ও মুসলমানি করলে এর উপকারিতা কি?
প্রশ্নঃ মুসলমানি কি ও মুসলমানি করলে এর উপকারিতা কি?
প্রশ্নঃ মুসলমানি কি? মুসলমানি কেনো করানো হয় এবংমুসলমানি করলে এর উপকারিতা কি?উত্তরঃ মুসলমানি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিধান বা নবীদের সুন্নাহ। মুসলিম সম্প্রদায়ের পুরুষদের মুসলমানি করা হয় নবীদের সুন্নাহকে অনুসরণ করে বা নবীদের সুন্নাহ পালনের উদ্দেশ্য। মুসলমানি করার জন্য ছেলেদের লিঙ্গের অগ্রভাগের বাড়তি চামড়া কেটে ফেলা দেওয়া হয়।কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এর উপকারিতা খুঁজে বের করেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে মুসলমানি করলে–(১) মূত্রনালি ও থলিতে ইনফেকশন অনেক কম হয়।(২) নানা যৌন বাহিত রোগ অনেক কম হয়।(৩) লিঙ্গের ক্যান্সার হয় না।(৪) যেসব মহিলার স্বামী মুসলমানি করা, তাদের জরায়ুর ক্যান্সার কম হয়।(৫) লিঙ্গে ক্ষতিকর জীবানুর বৃদ্ধি কম হয়।(৬) লিঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়।(৭) কিডনী ভালো ও সুস্থ থাকে।