Home »
যৌন বিষয়ক টিপস
» প্রশ্নঃ ফোন সেক্স করা কি জায়েজ?
প্রশ্নঃ ফোন সেক্স করা কি জায়েজ?
প্রশ্নঃ ফোন সেক্স করা কি জায়েজ?উত্তরঃ ফোন সেক্স করা জায়েয হবে কিনা সেটা নির্ভর করে পারস্পরিক সম্পর্কের উপর। স্বামী যদি স্ত্রীর সাথে অথবা স্ত্রী যদি স্বামীর সাথে যৌনতাপূর্ণ কথা-বার্তা বলে তাহলে এখানে না জায়েজ অথবা হারামের কিছু নেই সেটা ফোনের মাধ্যমেই হোক কিংবা সরাসরি হোক।পক্ষান্তরে পারস্পরিক সম্পর্ক যদি প্রেমিক-প্রেমিকা কিংবা অন্যকিছু হয় তাহলে তা ইসলাম সমর্থন করে না। বিনা প্রয়োজনে বেগানা নারী পুরুষের একে-অপরের সাথে দেখা সাক্ষাৎ করা, কথা-বার্তা বলাইসলামে হারাম। বেগানা নারী পুরুষকারা এসম্পর্কে আরো জানতে আমাদেরপূর্বে প্রকাশ করা আর্টিকেল গুলোপড়ুন।০১। নারী-পুরুষে দেখাদেখি, নির্জনে অবস্থান ও সহাবস্থান সংক্রান্ত বিবিধ ফাতওয়া০২। কথার পর্দা০৩। গম্য নারী পুরুষের নির্জনবাস( আদর্শ বিবাহ )