পুরুষ ও নারীর চরমপুলক সম্পর্কে ৭টি গোপন তথ্য

অর্গাজম কথাটি অনেকেই শুনেথাকবেন। কিন্তু এর মানে অনেকেই বলতে পারবেন না। কারণ এ সম্পর্কে অনেকের সম্যক ধারণাই নেই।আবার অনেকে এমনও আছেন যাঁরা সেক্সের মতো অর্গ্যাজমকেও ট্যাবু-র খাতায় ফেলে দিয়েছেন। এটি একটি শারীরিক বৃত্তীয় প্রবৃত্তি যা খুবই স্বাভাবিক। অর্গাজমের সহজ বাংলা হচ্ছে চরমপূলক। নারী পুরুষের অর্গাজম নিয়ে বিশেষ ৭ চমকপ্রদ তথ্যের সন্ধান এখানে দেওয়া হল।১)বয়সের সঙ্গে ভালো হয়:বয়সের সঙ্গে সঙ্গে চরমপুলকের মাত্রা বাড়তে থাকে। বিশেষত নারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে বিশের কোটায় থাকা নারীদের চেয়ে ৩০-এর কোটায় থাকায় নারীরাই অনেক বেশি চরমপুলক লাভ করতে পারেন।২)নারীদের একাধিকবার চরমপুলক হতে পারে:এ ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছেন। পুরুষরা সেক্সের সময় মাত্র একবারচরমপুলক লাভ করতে পারেন। বিপরীতেনারীরা একাধিকবার লাভ করতে পারেন।৩)আত্মরতিতে চরমপুলক:সেক্সের সময় নারী-পুরুষ উভয় চরমপুলক লাভ করতে পারেন। তবে সমীক্ষা বলছে, হস্তমৈথুন বা আত্মরতিতেই বেশিরভাগ ক্ষেত্রে নারীরা চরমপুলক অনুভব করেন।৪)মাথা যন্ত্রণার অবসান:একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৮ শতাংশ ক্ষেত্রে সাধারণ মাথা যন্ত্রণা থেকে নিমেষে মুক্তি দিয়েছে চরমপুলক।৫)চরমপুলকের সময়কাল:সাধারণ চরমপুলক ৬-১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়।৬)সমলিঙ্গের সেক্সে নারীদের অর্গ্যাজম:সমীক্ষায় আরও একটি আশ্চর্যজনক তথ্য জানা গেছে। পুরুষদের সমলিঙ্গের সেক্স দেখেও নারীদের অর্গ্যাজম হতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে নারীদের যৌন মিলন করতে না দেখলে চরমপুলক হয় না।৭)পুরুষদের চরমপুলক ড্রাগের নেশা:সমীক্ষা বলছে, পুরুষদের চরমপুলক তাঁদের মস্তিষ্কে হেরোইনের নেশার মতো প্রভাব ফেলে।

Total Pageviews