প্রশ্নঃ মিলনের সময়ে পরনের কাপড় কি নাপাক হয়?

প্রশ্নঃ মিলনের সময়ে যে সব কাপড় পরিধান করা থাকে, সে সব পরিধেয় কাপড় কি নাপাক হবে?উত্তরঃ শুধু মিলনের কারণেই মিলনের সময় শরীরে যে সব কাপড় পরিধান করা থাকে, সে সব নাপাক হয় না; বরং পূর্বের মতই পবিত্র থাকে। তবে যদি মিলনের পূর্বে বা পরে শরীরের বা কাপড়ের কোন স্থানে বীর্য বা অন্য কোন নাপাকী লেগে যায়, তাহলে সেক্ষেত্রে শুধু মাত্রউক্ত স্থানই নাপাক হবে। এরূপক্ষেত্রে নাপাকীর স্থান চিহ্নিত থাকলে উক্ত স্থানটুকু পাক করে নিলে সম্পূর্ণ কাপড় পাক হয়ে যাবে। আর যদি চিহ্নিত না থাকে,তাহলে সম্পূর্ণ কাপড় ধৌত করে পাক করতে হবে। (প্রমাণঃ কিফায়াতুল মুফতী, ২ : ২৬৮/ ফাতাওয়া দারুল উলূম, ১ : ৩৪৪)আরো পড়ুন……..০১ প্রশ্নঃ বয়ফ্রেন্ডের সাথে কথা বললে যোনিপথ দিয়ে পানি বের হয়?০২প্রশ্নঃ যোনিতে বীর্যপাত ঘটলে নারী কোন আনন্দ পায় কি?০৩ প্রশ্নঃ স্বামীর কি বউয়ের স্তন মুখে নেওয়া উচিত?০৪ প্রশ্নঃ সেক্সে কি মেয়েরা ব্যথা অনুভব করে?০৫. যৌন মিলনের চারটি নিয়মভালো লাগলে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

Last 7 Days Visitors