প্রশ্নঃ বাচ্ছা হওয়ার কত দিন পর সহবাস করতে হয়?

প্রশ্নঃ বাচ্ছা জন্মদানের কত দিন পর সহবাস করতে হয়?উত্তরঃ ইসলামের নিয়ম মোতাবেক স্ত্রীর সন্তান জন্মদানের ৪০ দিনথেকেইসহবাসকরা যায়। যা ইসলামের পরিভাষায় নিফাস বলা হয়। ডাক্তারের ভাষ্যমতে দেড় মাস থেকে২ মাস পর্যন্ত স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে বলা হয়। কারণ, সন্তান প্রসব করতে গিয়ে একজন নারীর বিশেষ অঙ্গ দারুণ ভাবে আঘাত প্রাপ্ত হয় এবং শারীরিক ভাবে অনেক দুর্বল হয়ে যায়। এই বিশেষ অঙ্গের ক্ষত ভালো হতে এবং স্বাভাবিক কর্মক্ষম হতে একজন নারীকে এই সময়টুকু দেওয়ার প্রয়োজন। অনেক জালিম স্বামী(শিক্ষিত-অশিক্ষিত) আছে যারা স্ত্রীকে এই সময়টুকু দিতে চায় না। তাঁরা সন্তান প্রসবের ৫-৬ পর থেকেই সহবাস করার জন্য পাগল হয়ে যায়। স্ত্রীর শারীরিক অবস্থাবুঝতে চায় না। হয়তো তাঁরা এটা অজ্ঞতার কারণেই করে থাকে। কিন্তুঅজ্ঞতার কারণ দেখিয়ে তাঁরা পার পেয়ে যেতে পারেনা। কেননা, বিষয়টি হয়তো তার অজ্ঞতা হতে পারে, কিন্তু তার আশে-পাশে অনেক বিজ্ঞ জন আছে যারা এসবের বিষয়ে ভালো জানেন, তাদের উচিত জানলেওয়ালাদের কাছ থেকে জেনে নেওয়া। কিন্তু এমনটা অনেকেই করতে চান না। প্রশ্ন কর্তাকে ধন্যবাদ, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করে আমাদের দৃষ্টিপাত করানোর জন্য।

Total Pageviews