স্ত্রীর মাথায় হাত রাখা ও তাঁর জন্য দু’আ করা।

মাসআলাঃ ২.স্ত্রীর মাথায় হাত রাখা ও তাঁর জন্য দু’আ করা।আর উচিৎ হল যে, বাসরের বা তাঁর পূর্বে স্বামী তাঁর হস্তকে স্ত্রীর মাথায় অর্গভাগে রাখবে। এবং আল্লাহ তাবারকা ওয়াতা’আলা এর নাম নিবে ও বারকাতের দু’আ করে। আল্লাহর রাসূল এর বাণীতে যা এসেছে তা বলবে।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের কেউ যখন কোন মহিলাকে বিবাহ করবে অথবা চাকর ক্রয় করবে, সে যেন তাঁর কপাল ধরে এবং আল্লাহ আয্‌যা ওয়া জাল্লা-এর নাম পড়ে ও বারকতের দু’আ করে। আর যেন সে বলে, হে আল্লাহ! আমিআপনার নিকট তাঁর মঙ্গল ও যে মঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি। আর তাঁর অমঙ্গল ও যে অমঙ্গলের উপর তাকে পয়দা করেছেন তা থেকে আপনার কাহে আশ্রয় চাচ্ছি(১) আর যখন উট ক্রয় করবে তখন তাঁর চূট বা চূড়া ধরবে এবং অনূরূপ বলবে।(২)আপনি পড়ছেনঃবাসর রাতের আদর্শবই থেকে*.১। আমি বলব হাদীসে দলীল রয়েছে যে, আল্লাহ তা’আলা ভাল-মন্দ এর সৃষ্টিকারী। মু’তাজেলা ও অন্যান্যদের যারা বলে, মন্দ আল্লাহর সৃষ্টির মধ্যে না, আর আল্লাহ তা’আলা মন্দ সৃষ্টিকারী নন, যে মন্দ তাঁর পূর্ণতার বিপরীত হয়, তাদের এই মতের বিপরীত দলীল উক্ত হাদীসে রয়েছে। আর তাঁর বিস্তারিত আলোচনা গ্রন্থসমূহে রয়েছে। আরসেগুলোর মধ্যে উত্তম গ্রন্থ হলো, ইবনুল কাইউম এর শেফাউল আলীল ফিল কযায়ে ও্যাল কাদরে ওয়াত তালীল। সুতরাং যে ইচ্ছা করে সে যেন তাঁর দিকে পুনরায়বৃত্তি করে। আর এই দু’আ গাড়ী ক্রয় এর মত ক্ষেত্রে ও কি বলা যাবে? আমার উত্তর হ্যাঁ যাবে, তাঁর মঙ্গল এর আশা থাকার জন্য এবং অমঙ্গল থেকে বাঁচার জন্য বলা যাবে।*.২। ইমাম বুখারীর আফয়ালুল ‘ইবাদ৭৭ পৃষ্টা এবং আবু দাউদ ১/৩৩৬ পৃঃ, ইবনু মাজাহ ১/৫৯২ পৃঃ, হাকিম ২/১৮৫ পৃঃ, বাইহাকী ৭/১৪৮ পৃঃ, মুসনাদে আবূ ইয়া-লা ২/৩০৮ পৃঃ হাকসান সূত্রে এবং হাকিম তাকে সহীহ বলেছেন। যাহাবী তা সমর্থন করেছেন, হাফিয ইরাকী তাখরীজুল ইহয়া ১ম খন্ডের ২৯৮ সনদ উত্তম বলেছেন। আর আবদুল হাক-ইশবাইলী সহীহ হওয়ার ইঙ্গিত করেছেন। যেমন তিনি ভূমিকায় বর্ণনা করেছেন। আর অনুরূপ ইবনে দাকীকুল ঈদ (ইলমাম) এর (২/১২৭)।

Total Pageviews