Home »
Grameenphone Free Internet Offer
» গ্রামীনফোন বন্ধ সিমে ৫ টাকায় ৫০০ এমবি
গ্রামীনফোন বন্ধ সিমে ৫ টাকায় ৫০০ এমবি
“পরিচিত বন্ধ সিম” এর একটি চমৎকার অফার চলছেএই অফারটি একটি নাম্বার স্পেসিফিক অফার এবং অফারটি শুধুমাত্র সেই সব নাম্বার থেকে নেয়া যাবে যেই নাম্বারে “জিপি অফার” থেকে এসএমএস এর মাধ্যমে অফারটি জানানো হয়েছেএই অফারে পরিচিত বন্ধ নাম্বারে ৫ টাকা (including VAT,SC & SD)দিয়ে করে ৫০০ এম বি ডাটা পাওয়া যাবেএই অফারটি উপভোগ করতে অনুগ্রহ করে বন্ধ থাকা নাম্বার থেকে “SNeligible active referrer number (017XXXXXXXX)” লিখে এসএমএস করুন ৯৯৯৯ (ফ্রি) নাম্বারে এবং ৫০০ এমবি ডাটা পেতে প্লিজ ডায়াল করুন*১১১*৯০# কোডটিতাহলে চালু থাকা রেফারার নাম্বার থেকে ৭ দিনের মেয়াদ সহ ৫০ এম বি (maximum ১ জিবি) ডাটা পাওয়া যাবেএই বোনাস ডাটা *৫৬৬*১০# (ফ্রি) ডায়াল করে চেক করা যাবেসাথে জানিয়ে রাখছি, এই অফারে আপনার বন্ধ থাকা নাম্বারটির যোগ্যতা চেক করতে অনুগ্রহ করে BHK বন্ধ নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 9999 (ফ্রি) নম্বরেতাহলে আশা করছি, অফারটির যোগ্যতা সম্পর্কে জানতে পারবেনএই ৫০০ এম বি ডাটা একটি উপযুক্ত নাম্বার থেকে ২ বার নেয়া যাবে ।