Home »
যৌন বিষয়ক টিপস
» জেনে নিন যৌন সম্পর্কে কোন দেশের নারী পুরুষের অবস্থান কত
জেনে নিন যৌন সম্পর্কে কোন দেশের নারী পুরুষের অবস্থান কত
বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী নারীদের তালিকায় দ্বিতীয়তেই আছে ভারতের নাম। সম্প্রতি বিশ্বজুড়ে হওয়া এক জরিপে এমন তথ্য পাওয়া গেলো। তবে শুধু নারীরাই নন, কামসূত্রের দেশে ভারতীয় পুরুষরাও পিছিয়ে নেই। বিশ্বের সেরা আবেদনময় পুরুষের তালিকাতেও দ্বিতীয় স্থানে আছে ভারত।যদিও ভালোবাসায় নম্বর দেয়া যায় না। কিন্তু অনুভূতি বলে অন্য কথা। যৌন সম্পর্কে কোন পুরুষ সেরা বা কোন নারী সেরা, তা শুধুমাত্র সঙ্গীরাই বলতে পারবেন। এবার সেই হিসেব বিশ্বের কাছে উন্মোচিত হলো। বিশ্বের মধ্যে কোন দেশের পুরুষ আবেদনময়, কোথাকার নারী মোহময়ী তা নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। এই জরিপটি করেছিল সসি ডেটস নামের একটি সংস্থা। প্রায় ২২ হাজার ৭৫৩ জনের উপর এই জরিপ চালায় তারা। উত্তরদাতাদের উপর ভিত্তি করে রিপোর্ট প্রকাশ করা হয়, যাতে দ্বিতীয় অবস্থান দখল করে নিয়েছেন ভারতীয় নর-নারীরা।জরিপের ভিত্তিতে জানা যায়, সেরা আবেদনময় পুরুষের তালিকায় সবচেয়ে উপরে আছে অস্ট্রেলিয়া। এর সঙ্গে আছে আরও ২টি দেশ। আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা। নারীদের মধ্যে এগিয়ে আছেন কানাডা, ফ্রান্স, ইতালি, আমেরিকানরা। এই তিন দেশের পুরুষ ও নারীরা ১০ এর মধ্যে ৮ পেয়েছেন। গবেষণা অনুসারে এরাযৌন সম্পর্কে অসাধারণ। যৌন সম্পর্কে এদের কাছ থেকে সচরাচর কেউ অখুশি হন না।এর পরেই আছে ভারতের নাম।ভারতীয় মেয়েরা এক্ষেত্রে পেয়েছেন ৭। যৌনতায় কানাডিয়ান বা ফরাসী ললনাদের মতো না হলেও, যৌনতা নিয়ে ভারতীয়রাও খুব কামুক ও উৎসাহী। ভারতের সঙ্গে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকলেও নম্বরে একটু পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা। এদের নম্বর ৬। তবে ভারতীয় নারীদের পাশাপাশি পুরুষরাও কিন্তু দ্বিতীয় স্থানেই আছেন। পরীক্ষায় তারা পেয়েছেন ৭ নম্বর। তালিকায় ভারতের সঙ্গে আছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন।যৌন সম্পর্কের দিক থেকে এর পরেই আছে আমেরিকার পুরুষরা। মহিলাদের ক্ষেত্রেআছে অস্ট্রেলিয়া, নিউডিল্যান্ড ও স্পেন। এক্ষেত্রে একটি কথা বলা দরকার।নিউজিল্যান্ডের মহিলারা কিন্তু পুরুষের থেকে এগিয়ে আছেন। তালিকায় সবচেয়ে নিচে আছে নিউজিল্যান্ডের পুরুষরা। যৌনতায় তারা নাকি খুব খারাপ।তবে সেখানকার মেয়েদের ক্ষেত্রে চিত্রটা অন্যরকম।