Home »
Grameenphone Free Internet Offer
» গ্রামীণফোন ইন্টারনেট অফার
গ্রামীণফোন ইন্টারনেট অফার
– ইন্টারনেট প্যাক কেনার পরে ওই প্যাকের মেয়াদ থাকাকালীন একই প্যাক পর পর কিনলে গ্রাহক ঐ নির্দিষ্ট ইন্টারনেট পাকের ওপর ১০০% বোনাস পাবেন।– ক্রয়কৃত ইন্টারনেট পাকের মেয়াদ এবংবোনাস ভলিউম এর মেয়াদ সমান হবে।– মেয়াদ থাকাকালীন একই ইন্টারনেট প্যাক একাধিকবার ক্রয় করলে , গ্রাহক প্রতিবার ১০০% বোনাস পাবে। (সর্বশেষ ক্রয়কৃত ইন্টারনেট প্যাক একই হতে হবে)– শুধুমাত্র অফার চলাকালীন সময়ে প্রথম এবং তার পরের চালু হওয়া ইন্টারনেট পাকের জন্য বোনাস প্রযোজ্য হবে (৫ নভেম্বর, ২০১৭থেকে)সমস্ত স্থায়ী ইন্টারনেট প্যাকগুলিরজন্য প্রযোজ্য।