Home »
যৌন বিষয়ক টিপস
» সহবাস করার আগে পুরুষের যা করণীয়
সহবাস করার আগে পুরুষের যা করণীয়
সহবাস করার আগে পুরুষের কি কি করণীয়তা অনেকেরই জানা নেই। তাইবলা চলে প্রতিনিয়তই আপনি আপনারসহধর্মীনিকে ধর্ষণ করছেন। অনেক সময়তারইচ্ছার বিরুদ্ধে সঙ্গমে লিপ্ত হচ্ছেন।আসলে বিষয়টি সঠিক নয়। সেক্স করার আগে পুরুষ সেক্স পার্টনারের কর্তব্যনিম্নে আলোচনা করা হলোঃ১. পুরুষ সেক্স পার্টনারের কর্তব্যহলো নারী সেক্সপার্টনারকে প্রিয়তমা জ্ঞানে বা সত্যিকারেরকামনার নারী ভেবে নিয়ে নিজের তৃপ্তিরসঙ্গে সঙ্গে তারও দৈহিক ও মানসিকতৃপ্তি বিধান করা। নিজের কামনা পরিতৃপ্ত করাই সম্ভোগের একমাত্র লক্ষ্য হওয়া উচিতনয়।২. কোন প্রকার বল প্রয়োগ করা আদৌ বাঞ্ছনীয়নয়। একথা মনে রাখতেই হবে।৩. চুম্বন, আলিঙ্গন, ঘর্ষন, নিপীড়নইত্যাদি নানাভাবে নারী সেক্স পার্টনারেরমনে পূর্ণ কামভাব জাগিয়ে তারপর তারসঙ্গে সহবাসে রত হওয়া প্রতিটি পুরুষেরপ্রধান কর্তব্য।৪. নারী সেক্স পার্টনারধীরে ধীরে আত্নসমর্পণ না করা পর্যন্ত তারসঙ্গে কখনও সঙ্গম বা সহবাসে লিপ্তহওয়া উচিত নয়।৫. নারী কখনও নিজের যৌনউত্তেজনাকে মুখে প্রকাশ করে না।তবে সেটা অনেকটা লক্ষণ দেখে বুঝে নিতে হয়।৬. নারীর উত্তেজনা ধীরে ধীরে আসে-আবারতা ধীরে ধীরে তৃপ্ত হয়। পুরুষেরউত্তেজনা আসে অকস্মাৎ আবার তা অকস্মাৎ শেষহয়। তাই নারীর পূর্ণ কামভাবনা জাগিয়ে সহবাস বা সঙ্গমে মিলিতহলে নারী পূর্ণ তৃপ্তি পেতে পারে না। এরকম করা যৌননীতি বিরুদ্ধ। এতে নারী পূর্ণতৃপ্তি পায় না-এর জন্যে সে অন্য পুরুষ পর্যন্তগমন করতে পারে। দাম্পত্য জীবনে অনেকবিপর্যয় এর জন্যে আসতে পারে।৭. পুরুষ রতি ক্রিয়ার প্রথমে যথেষ্টউত্তেজিতহয়। কিন্তু একবার বীর্যপাতঘটে গেলে সঙ্গে সঙ্গে আবার রতিক্রিয়ায়পুরুষের আর পূর্বের মত উত্তেজনা থাকে না।নারীর উত্তেজনা কিন্তু ভিন্ন প্রকারের। প্রথমরতিক্রিয়ায় সে বিশেষ আগ্রহ দেখায় না। কিন্তু যখন রতিক্রিয়া কিছুক্ষনচলে তখনক্রমশঃ তার আগ্রহ বাড়তে থাকে। পরে পুরুষেরবীর্য্যপাত ঘটলেও নারীর রতিক্রিয়ার আগ্রহক্রমশঃ বাড়তে থাকে। এইজন্য নারীরসাথে রতিক্রিয়া আরম্ভ করতে হলে একেবারেইপ্রথম থেকেই রতিক্রিয়া করা উচিত নয়। প্রথমে নারীর সঙ্গে কথাবার্তা বলা দরকার,তারপর তাকে চুম্বন, দংশন, নখচ্ছেদ ও আলিঙ্গনইত্যাদি প্রাথমিক ক্রিয়া করা উচিত।এ সকলপ্রাথমিক রসালাপ অঙ্গ-মর্দন, অধর, চুম্বনইত্যাদিতে যখন নারীর কামেচ্ছা প্রবলথেকে প্রবলতর হবে তখন সঙ্গমের জন্য প্রস্থত হওয়া দরকার।৮. একেবারে দর্শন মাত্রেই রতিক্রিয়া আরম্ভকরা উচিত নয়। তাতে নারীর কামেচ্ছা তেমনজাগ্রত হয় না। কাজেই উভয়েরপক্ষে রতিক্রিয়া তেমন আনন্দদায়ক হয়না।৯. ক্রুদ্ধ বা চিন্তিত মেজাজে স্ত্রী সহবাসউচিত নয়। মেজাজ প্রফুল্র না হলে সময়নেয়া প্রয়োজন। ততোক্ষন পর্যন্তপুরুষকে অপেক্ষা করে প্রেম-ভালোবাসার ভাবফুটিয়ে তোলাই কর্তব্য।১০. সঙ্গম বা সহবাসে লিপ্ত হওয়ারআগে নারীর শরীরে প্রকৃত বা আসলউত্তেজনা এসেছে কীনা তাও বোঝা প্রয়োজন,প্রকৃত বা আসল উত্তেজনা না এলে সঙ্গমবা সহবাসে নারীর পূর্ণ তৃপ্তি আসতে পারে না। [লেখক: চিকিৎসক, যৌন বিশেষজ্ঞ, কোলকাতা।]