Home »
যৌন বিষয়ক টিপস
» [যৌন বিষয়ক ] জেনে নিন যে পাচঁটি বিষয় নারীর যৌন চাহিদা নিয়ন্ত্র করে !
[যৌন বিষয়ক ] জেনে নিন যে পাচঁটি বিষয় নারীর যৌন চাহিদা নিয়ন্ত্র করে !
কারো যৌন চাহিদা বেশি থাকে,কারো বা কম। এ ক্ষেত্রে কোনকোন বিষয় এ যৌন চাহিদানিয়ন্ত্রণ করে তা জানেন কি? এলেখায় রয়েছে তেমন পাঁচটি বিষয়।এক প্রতিবেদনে বিষয়টিজানিয়েছে ফক্স নিউজ।১. দৈনন্দিন অভ্যাসদৈনন্দিন অভ্যাসগুলো মানুষের বহুবিষয়ে প্রভাব বিস্তার করে। কোনবিষয়ে আনন্দ হয় এবং কোন বিষয়েঅন্যকোনো অনুভূতি হয় এসব বিষয়েঅভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরএ ধারার বাইরে নয় যৌনতাও।গবেষকরা জানাচ্ছেন ইয়োগারমতো অনুশীলন ২০ ভাগ পর্যন্তযৌনতা বাড়াতে পারে। এ ছাড়ারয়েছে খাবারের অভ্যাস। আপনারখাবারের ওপর আপনার দৈনন্দিনকার্যক্রম অনেকাংশে নির্ভর করে।বিশেষ করে শিল্পকারখানায়প্রক্রিয়াজাত খাবার আপনারদৈনন্দিন যৌনতার আকাঙ্ক্ষাকমিয়ে দিতে পারে। অন্যদিকেসুস্থ খাবার এ প্রবণতা বাড়িয়েদেয়।২. আচরণআপনার দেহ ও মনের ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর যৌনতাঅনেকাংশে নির্ভর করে। ভয়,নিরাপত্তাহীনতা, অপরাধবোধকিংবা অনুরূপ অনুভূতি যৌনতারআকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে।৩. সম্পর্কনারীর যৌনতার আকাঙ্ক্ষা নির্ভরকরে এমন একটি বড় বিষয় হলোসম্পর্ক। এটি আবেগগত বিষয় এবংএর ওপর যৌনতার ইচ্ছা-অনিচ্ছাঅনেকাংশে নির্ভরশীল।ভবিষ্যতের চিন্তায় যৌনসঙ্গীরসঙ্গে সম্পর্ককে নারী অত্যন্ত গুরুত্বদেয়। আর এর প্রতিফলনই ঘটে যৌনআকাঙ্ক্ষার ওপর।৪. মানসিক চাপমানসিক চাপ দৈনন্দিন সব কাজেরওপর প্রভাব ফেলে। একই ভাবে তাযৌনতার ওপরও প্রভাব ফেলতেসক্ষম। কর্মক্ষেত্রে যদিমাত্রাতিরিক্ত চাপ থাকে তাহলেতা সেই ব্যক্তির ব্যক্তিগত জীবনওপর্যুদস্ত করতে পারে। একই ধারায়তা যৌনতাকে বিপর্যস্ত করতেপারে।৫. হরমোনদেহে উৎপাদিত হরমোন একজনমানুষের যৌন ইচ্ছা-অনিচ্ছার ওপরপ্রভাব বিস্তার করে।টেস্টোস্টেরোন, এস্টোজেন ওপ্রগেস্টেরন হরমোন যৌনতার এইচ্ছা-অনিচ্ছা অনেকাংশেনিয়ন্ত্রণ করে। এ হরমোনগুলোরমাত্রা মানুষকে নিরাপদ কিংবাঝুঁকিপূর্ণ যৌনতার তাগিদ দেয়।