Home »
যৌন বিষয়ক টিপস
» পুরাতন যৌনআসনে কিছুটা পরিবর্তনআনুন বিবাহিতদেরজন্য টিপসঃ
পুরাতন যৌনআসনে কিছুটা পরিবর্তনআনুন বিবাহিতদেরজন্য টিপসঃ
মানব মস্তিষ্কে নতুনকোন এ্যাডভেন্সার এরসময় ডিপোমিন নামকএক প্রকার হরমোনউৎপন্ন হয়। যা অন্যেরপ্রতি আকর্ষন বাড়িয়ে তোলে। (নতুন করে প্রেমে পড়লেওডিপোমিন অধিকনিঃস্বরিত হয়এবং আমাদেরভালো লাগা/বুক দুরু দুরু করা বেড়ে যায়) একইরকম জীবনধারায় অভ্যস্থহয়ে গেলে ডিপোমিনতারকার্যক্ষমতা কমিয়ে দে সেজন্য বিবাহিতজীবনে একঘোয়েমী দুরকরতে পরিবর্তন জরুরী।নিছে একটি ভিডিওদেয়া হলো - আপনার প্রতিদিনের যৌনঅভ্যাসে পরিবর্তনআনার জন্য ভিন্ন কোনআসন চেষ্টা করতে পারেন। সুশীলদেরবলছিঃ অবৈধ কোনপ্রেকটিসের জন্য এশিক্ষা নয়।যারা বিবাহিত আছেনতারা এখন এ তথ্য কাজে লাগাবেন। আর যারা অবিবাহিততারা এখনতথ্যগুলো যেনে রাখুন -বিয়ের পরকাজে আসবে।