এস এস সি পরীক্ষা - ২০১৮ বাংলা (আবশ্যিক) ২য় পত্র বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালা
এস.এস.সি. পরীক্ষা-২০১৮
বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. আধুনিক বাংলায় ম্-এর পর কণ্ঠ্য বর্গীয় ধ্বনি থাকলে ম্ স্থানে ঙ না হয়ে কোনটি হয়?
উত্তর: (গ) ং ( bdlove24.com )
২. কোনটি সংযোগ জ্ঞাপক সর্বনাম?
উত্তর: (খ) যারা
( bdlove24.com )
৩. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ষ’ ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ঘ) ভাষা
( bdlove24.com )
৪. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে- এটি কোন ধরনের বাক্য?
উত্তর: (ক) মিশ্র বাক্য
( bdlove24.com )
৫. নামিল নভে বাদল ছল বেদনায়।- বাক্যটিতে দ্বিরুক্ত শব্দ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (গ) বিশেষণ
( bdlove24.com )
৬. পাতিসনে শিলাতলে পদ্ম পাতা- এখানে কী অর্থে অনুজ্ঞা ব্যবহার হয়েছে?
উত্তর: (খ) উপদেশ
( bdlove24.com )
৭. সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
উত্তর: (গ) চার
( bdlove24.com )
৮. যে বাক্যে কর্মে সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে বলে-
উত্তর: (গ) কর্মবাচ্য
( bdlove24.com )
৯. নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে?
উত্তর: (ঘ) গোটা
( bdlove24.com )
১০. ধাতুর রূপ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ রাখতে হয়?
উত্তর: (ক) দুটি
( bdlove24.com )
১১. জগতে কীর্তিমান হয় সাধনায়- এখানে সাধনায় কোন কারকের উদাহরণ?
উত্তর: (গ) করণ
( bdlove24.com )
১২. নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়?
উত্তর: (ঘ) কর্মধারয়
১৩. উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য কোন শব্দের পরিবর্তন করতে হয়?
উত্তর: (গ) সর্বনাম
১৪. বাইশা শব্দে কী অর্থে আ-প্রত্যয় যুক্ত হয়েছে?
উত্তর: (গ) সমষ্টি
১৫. বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা?- এখানে বিনে কী অর্থ প্রকাশ করছে?
উত্তর: (খ) ব্যতিরেকে
১৬. অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: (ক) পানি
১৭. বাক্যে কারক-বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
উত্তর: (ক) বিশেষ্যের পূর্বে
১৮. নিচের কোনটি রুঢ়ি শব্দ?
উত্তর: (ঘ) প্রবীণ
১৯. ওষুধে গুণ করেছে- এখানে গুণ কী অর্থ প্রকাশ করছে?
উত্তর: (ক) ধর্ম
২০. যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত তাকে বলা হয়-
উত্তর: (গ) ব্রাহ্মী লিপি
( bdlove24.com )
২১. চৌঠা কোন ধরনের শব্দ?
উত্তর: (গ) তারিখ বাচক
২২. দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
উত্তর: (খ) বিষমীভবন
( bdlove24.com )
২৩. যা কখনো নষ্ট হয় না- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তর: (ঘ) অবিনশ^র
২৪. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
উত্তর: (ক) কোলন
( bdlove24.com )
২৫. বৃষ্টি আসে আসুক- বাক্যের ক্রিয়া পদটি কোন ভাব প্রকাশ করে?
উত্তর: (গ) আকাক্সক্ষা
২৬. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে- বাক্যটি কোন কালের?
উত্তর: (খ) পুরাঘটিত বর্তমান
( bdlove24.com )
২৭. কাটিতে কাটিতে ধান এলো বরষা- এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (ঘ) নিরন্তরতা
২৮. দফতর কোন ভাষা থেকে আগত?
উত্তর: (ক) ফারসি
২৯. নিচের কোনটি নিত্য পুরুষ বাচক শব্দ?
উত্তর: (ঘ) ঢাকী
( bdlove24.com )
৩০. পরীক্ষায় সফল হও। এটি কোন ধরনের বাক্য?
উত্তর: (ক) ইচ্ছাসূচক
( bdlove24.com )
Home »
SSC Exam Suggesstions
,
Study
» এস এস সি পরীক্ষা - ২০১৮ বাংলা (আবশ্যিক) ২য় পত্র বহুনির্বাচনি অভীক্ষা উত্তরমালা