আমার বয়স ২৭, ওজন ৭৯ কেজি, উচ্চতা ৫.৯", অবিবাহিত। বিগত কয়েক বছর যাবত মাসে ২/১ বার ঘন ঘন কিন্তু অল্প পরিমাণে প্রস্রাব হতো। গত ১ সপ্তাহ যাবত প্রত্যেকদিন এভাবেই চলছে। একদিন হিসেব করে দেখলাম সকাল থেকে দুপুর পর্যন্ত ১১ বার প্রস্রাব করছি। প্রস্রাবের বেগের কারণে রাতে ঘুম ভেঙ্গে যায়। যখন বাসে জার্নি করি তখন প্রস্রাবে তেমন বেগ হয়না। পেটে কোন ব্যাথা নেই, প্রস্রাবের রঙেও কোন সমস্যা নেই। পানিও খাই পরিমাণ মত। বিষয়টা নিয়ে খুব চিন্তিত..
Answer : যেহেতু প্রস্রাবের বেগের কারণে রাতে ঘুম ভেঙ্গে যায়। সুতরাং আপনার নিজেরই বুঝার কথা সমস্যাটি কতটা তীব্রতর। ভালো হয় একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিন - আশা করি দ্রুত ফল পাবেন।
Home »
প্রশ্ন ও উত্তর
» ঘন ঘন কিন্তু অল্প পরিমাণে প্রস্রাবের করণীয় কী?