ভার্নিয়ার স্কেল হচ্ছে সবচেয়ে কোনো বস্তুর সবচেয়ে ক্ষুদ্র মাত্রা বের করার যন্ত্র। ভার্নিয়ার স্কেল এ মাত্রা বের করার জন্য দরকার ভার্নিয়ার ধ্রুবক (vernier constant,VC)।এই ধ্রুবক বের করার সুত্র হলোঃ
s/n( s=প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ঘরের মান,n=ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা)
আর ভার্নিয়ার স্কেলের পুরো মান বের করার সুত্র হলোঃ
মুল স্কেল+(সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক)
স্কুগজ হচ্ছে কোনো গোলাকার বস্তুর মাত্রা বের করার যন্ত্র। এটা বের করার জন্য দরকার হয় পিচ ও লঘিষ্ঠ গণন।
লঘিষ্ঠ গণন বের করার সুত্র হলোঃ
পিচ ভাগ স্কেলের সংখ্যা।
পুরো স্ক্রু গজ বের করার সুত্র আর ভার্নিয়ার স্কেলের সুত্র একই।
পিচ হচ্ছে স্ক্রু গজের স্কেল কে ১ববার ঘুরালে এটি রইখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে,তাকে পিচ বলে।
Home »
প্রশ্ন ও উত্তর
» আমি ভার্নিয়ার স্কেল ও স্ক্রুগজের সমপর্কিত সকল সূত্র ও তাদের পরিচয় চাই?