এক তরুন সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলো, সাফল্য লাভের রহস্য কি?

এক তরুন সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলো, সাফল্য লাভের রহস্য কি?
.
সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন।
দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে লাগলেন এবং একগলা জলে যেয়ে দাঁড়ালেন।
.
হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন ।
.
ছেলেটি জলের উপর মাথা তুলবার যতই চেস্টা করে।
সক্রেটিস ততই তাকে শক্ত হাতে জলের নিচে ডুবিয়ে রাখলেন।
বাতাসের অভাবে নীল হয়ে গেলো ছেলেটির মুখ।
সক্রেটিস তখন তারমাথাটি জলের উপর তুললেন ।
ছেলেটিহাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিলো।
.
সক্রেটিস জিজ্ঞেস করলেন, ''যতক্ষণ জলের নীচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে??
.
ছেলেটি জবাব দিলো 'বাতাস'।
.
সক্রেটিস বললেন, এটিই সাফল্যের রহস্য।
তুমি যেভাবে বাতাস চাইছিলে সেইভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে।
.
সাফল্যের কোনো গূঢ় রহস্য নেই।
'' ''সাফল্যের চালিকাশক্তি আসে সিদ্ধিলাভের জলন্ত আকাঙ্খা থেকে

Total Pageviews