এস.এস.সি. পরীক্ষা-২০১৮
কৃষি শিক্ষা
প্রিয় পরীক্ষাথীগণ, বিডিলাভ২৪.কম টিম সকল গ্রুপের উত্তরমালা তৈরী করতেছে।।আশারাখি পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টার মধ্যে সব বিষয়ের উত্তরমালা আপনার কাছে পৌঁছে দিতে পারবো।
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)
১. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে?
উত্তর: (ক) কৃষি প্রযুক্তি
২. কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়?
উত্তর: (গ) আলু বিডিলাভ২৪.কম
৩. নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধ ভাল হয়?
উত্তর: (ঘ) জৈব পদার্থ
৪. হে তৈরির জন্য নিচের কোনটি বেশী উপযোগী?
উত্তর: (ক) মাসকলাই বিডিলাভ২৪.কম
৫. মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রনণয় করা হয়?
উত্তর: (খ) ১৯৫০ বিডিলাভ২৪.কম
৬. জলবায়ু পরিবর্তনের কারণে_
উত্তর: (ক) i,ii
৭. কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
উত্তর: (ঘ) ধান বিডিলাভ২৪.কম
৮. ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে?
উত্তর: (খ) মাজরা পোকা
৯. জহির সাহেব কয়টি উন্নত জাতের হাস পালন করতে পারবেন?
উত্তর: (খ) ৭০টি বিডিলাভ২৪.কম
১০. জহির সাহেবের হাস ও মাছের সমন্বিত চাষের ফলে__
উত্তর: (ঘ) i,ii,iii বিডিলাভ২৪.কম
১১. কোন মাছ মধ্য স্তরে খাদ্য গ্রহণ করে?
উত্তর: (খ) রুই বিডিলাভ২৪.কম
১২. গাভীর রাফেজ জাতীয় খাদ্য?
উত্তর: (ঘ) কাঁচা ঘাস
১৩. আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত?
উত্তর: (ঘ) অষ্টম
১৪. কোনটি ভিটামিন সি সমৃদ্ধ?
উত্তর: (ক) আমলকী বিডিলাভ২৪.কম
১৫. মিজান সাহেবের চারার সংখ্যা?
উত্তর: (খ) ৪৫০০
১৬. মিজান সাহেবর বীজগুলো সংগ্রহ করেছিলেন-
উত্তর: (গ) ii,iii বিডিলাভ২৪.কম
১৭. নার্সারিতে কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর: (গ) দুরন্ত বিডিলাভ২৪.কম
১৮. গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনে সূত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর: (গ) নিউটন
১৯. কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়?
উত্তর: (ঘ) পানি বিডিলাভ২৪.কম
২০. সমবায়েরর ভিত্তিতে নিরাপদ পানি
উত্তর: (খ) জলাধার বিডিলাভ২৪.কম
২১. কৃষি সমবায়ের মূল শর্ত কী?
উওর: (ক) বিনিয়োগ ও বন্টন বিডিলাভ২৪.কম
২২. দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে?
উওর:(গ) ৪ বিডিলাভ২৪.কম
২৩. ১০ শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম তুতের প্রয়োজন?
উওর: (ক) ১২০-১৫০ গ্রাম বিডিলাভ২৪.কম
২৪. রতন পোনা পরিবহনে পলিব্যাগের পানিতে নিচের কোনটি ব্যাবহার করেছিলেন?
উওর: (খ) অক্সিজেন বিডিলাভ২৪.কম
২৫. পোনাগুলোকে গোসল করানোর কারন-
উওর: (খ) i,iii
আপনাদের কষ্টের অবসাদ ঘটিয়ে পড়ালেখা সম্পর্কিত নানা বিষয় সম্পর্কে জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটা সময় ছিলো যখন পরীক্ষার্থীকে বাসায় এসে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে হতো। সেই দিন এখন শেষ… এখন আপনি এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে এসে সকল পরীক্ষার MCQ উত্তরমালা পেয়ে যাচ্ছেন। বিনিময়ে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সকল বন্ধুকে উত্তরমালাগুলো শেয়ার করুন যাতে তারা ও উত্তরমালাগুলো পায়। তাদেরকে যেন বাসায় গিয়ে বইয়ের পাতা উল্টিয়ে উল্টিয়ে MCQ এর উত্তরমালা খুজে বের করতে না হয়।
ধন্যবাদ আমাদের বিডিলাভ২৪.কম এর পাশে থাকার জন্য , আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু …